বিশ্ববিদ্যালয়ে থ্রি ডি প্রিন্টিং-এর উপর হ্যাকাথন সম্পন্ন
বরাক তরঙ্গ, ২৫ জুন : থ্রি ডি প্রিন্টিং-এ গুয়াহাটি-ভিত্তিক সরকারি সংস্থা অসম ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা পরিচালিত হ্যাকাথনের প্রথম পর্ব মঙ্গলবার আসাম বিশ্ববিদ্যালয়, শিলচরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মোট আশি জনের সমন্বয়ে দশটি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী ধারণার মাধ্যমে থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তিতে তাদের প্রতিভা প্রদর্শন করে। তাদের মধ্যে তিনটি বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়। প্রতিটি ১১ হাজার টাকা করে দেওয়া হয়।
অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর রাজীব মোহন পন্থ (অনলাইনের মাধ্যমে) উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ ভাইস চ্যান্সেলর, প্রফেসর অশোক সেন ছাড়াও প্রফেসর এমকে সিনহা, প্রফেসর দেবমাল্য ঘোষ, ডক্টর অজিতা তিওয়ারি, ডক্টর সুধাংসু সেখর সাহু মিসেস গরিমা শেঠ, টিআইই-র সিনিয়র ডিরেক্টর নিতিন আগরওয়াল, নীরজ পাণ্ডে, কাব্য চাড্ডা এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিভিন্ন রাজ্যের অন্যান্য বিজয়ীদের সাথে হ্যাকাথনের দ্বিতীয় রাউন্ডের জন্য বিজয়ীদের গাইড করা হবে এবং প্রস্তুত করা হবে। তাদের প্রতিভা এবং ধারনাকে পরিমার্জিত করার জন্য বিশেষজ্ঞদের সাহায্যও দেওয়া হবে। দ্বিতীয় পর্বে সর্বভারতীয় স্তরে মূল হ্যাকাথন প্রকাশ করা হবে। এই পর্বে অংশগ্রহণকারীরা তাদের প্রতিযোগিতায় বিজয়ী ধারণাটিকে মূল থ্রি ডি মুদ্রিত সংস্করণে রূপান্তর করতে সক্ষম হবে।
এদিকে চূড়ান্ত বিজয়ী যিনি সবচেয়ে আকর্ষণীয় এবং উদ্ভাবনী থ্রি ডি প্রিন্টিং ধারণা তৈরি করবেন তাকে সবচেয়ে আকর্ষণীয় নগদ পুরস্কারে পুরস্কৃত করা হবে। এর মধ্যে থাকবে নগদ ৫০ লক্ষ টাকা সহ অন্যান্য নানাবিধ উপহার সামগ্রী। উত্তর-পূর্বে বিজয়ী ধারণাটি অংশীদার শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতিষ্ঠিত এবং কার্যকর করা হবে। আসলে উত্তর পূর্বাঞ্চলের প্রতিভাবান যুবকদের বেছে নেওয়ার জন্য এবং তাদের লালনপালনের জন্য আসাম ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা হ্যাকাথন তৈরি করা হয়েছে। এটি ডিজিটাল ডিজাইন এবং থার্ড প্রিন্টিং সেন্টার অফ এক্সিলেন্স ইন ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার প্রকল্পের অধীনে গুয়াহাটিতে অবস্থিত অন্যান্য সরকারী সংস্থার সহযোগিতায় নেওয়া হয়েছে।
তথ্যমতে,হ্যাকাথনের প্রথম পর্ব ৭ জুন অসমে শুরু হয়েছিল এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির প্রতিটি রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে।
ঐ দিনের প্রোগ্রাম সম্পূর্ণ সফল ও সার্থক হওয়ায় সবাইকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট কলামিস্ট তথা প্রোগ্রামটির প্রচার সম্পাদক মওলানা মহবুবুর রহমান।