গুয়াহাটিতে উন্মত্ত মানুষের দলবদ্ধ আক্রমণে প্রাণ হারাল এক ব্যক্তি
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : গুয়াহাটি মহানগরে মানবতাকে কাঁপিয়ে দেওয়া ভয়াবহ ঘটনা ঘটল। গুয়াহাটির মাঝখানে উন্মত্ত মানুষের দলবদ্ধ আক্রমণে প্রাণ হারাল এক ব্যক্তি। পানবাজারের খাওঁ গলিতে একদল উন্মত্ত মানুষের প্রহারে প্রাণ গেল এক ব্যক্তির। চুরির সন্দেহে দুই ব্যক্তিকে প্রহার করেছিল তথাকথিত সভ্য সমাজের কিছু বোধহীন মানুষ। বেধড়ক মারধর করে ফেলে দেওয়া হয় নালায়।
উন্মত্ত মানুষের প্রহারে প্রাণ গেল এক ব্যক্তির। অন্যদিকে, এখনও সন্ধান মেলেনি ওই প্রহারের শিকার হওয়া অপর ব্যক্তির। শুধু তাই নয়, পাপা গাড়িতে আসা পুলিশও গুরুত্ব দেয়নি ওই দুই যুবককে। জানা গেছে, আহত অবস্থায় ওই দুই যুবককে পুলিশ দেখতে পেলেও তারা কোনও কর্ণপাত করেনি।
ঘটনাকে কেন্দ্র করে সমগ্র মহানগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিন্তু কে বা কারা ওই যুবককে প্রহার করেছে, সে বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি। উল্লেখ্য, নানা বিতর্কে গুয়ারাহাটির পানবাজারের খাওঁ গলি প্রায়ই সংবাদ শিরোনামে থাকে।