গুয়াহাটি রূপনগরে পাথরের ধসের মৃত্যু ব্যক্তির, কয়েক ঘণ্টা অভিযানের পর উদ্ধার

গুয়াহাটি রূপনগরে পাথরের ধসের মৃত্যু ব্যক্তির, কয়েক ঘণ্টা অভিযানের পর উদ্ধার

বরাক তরঙ্গ, ৭ জুন : গুয়াহাটি মহানগরে ফের ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে। এবার জনবসতি এলাকা রূপনগরে পাহাড় থেকে বিশাল পাথরের ধস নেমে ধ্বংসস্তূপের নীচে আবদ্ধ হয়ে রয়েছেন জনৈক মনেশ্বর রাজবংশী। তাঁকে উদ্ধার করে নানা ধরনের সরঞ্জাম নিয়ে অভিযান চালিয়েছে এনডিআরএফ এবং এসডিআরএফ। বেশ কয়েক ঘণ্টা অভিযানের পর উদ্ধার হল বাজবংশীর নিথরদেহ।

শুক্রবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ সংঘটিত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। লাগোয়া পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে নীচে দুই গৃহস্থ বিনয় সিং এবং রেণু বৰ্মণের ঘরের ওপর পড়ে।
তাঁরা জানান, বিকট শব্দ শুনে ঘটনা কী জানতে ঘরের বাইরে বেরিয়েছিলেন মনেশ্বর। কিন্তু দুৰ্ভাগ্যবশত প্ৰকাণ্ড একটি পাথর গড়িয়ে এসে মনেশ্বর রাজবংশীকে চাপা দেয়।

গুয়াহাটি রূপনগরে পাথরের ধসের মৃত্যু ব্যক্তির, কয়েক ঘণ্টা অভিযানের পর উদ্ধার

জানা গেছে, মনেশ্বর রেণু বৰ্মণের পোষ্যপুত্র। ঘটনার পর রাত থেকেই তাঁকে উদ্ধার করতে কসরত করছেন অভিযানকারীরা। কয়েকটি ড্রিলিং মেশিন দিয়ে পাথর ভেঙে চাপা পড়া মনেশ্বরকে বের করার আপ্রাণ চেষ্টা করছেন এনডিআরএফ এবং এসডিআরএফ-এর সদস্যরা। এ খবর লেখা পর্যন্ত তাঁকে ধ্বংসস্তূপ থেকে বের করা যায়নি।

এদিকে, এনডিআরএফ-এর অফিসার পঙ্কজ কে জানান, উদ্ধার অভিযানে উপযুক্ত দল এবং ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। তিনি জানান, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে আবদ্ধ ব্যক্তির সঠিক অবস্থান সম্পর্কে অবগত। বড় বড় পাথর ভাঙার কাজ চলছে। তিনি বলেন, এখনও প্রায় ৪-৫ ফুট ধ্বংসাবশেষ পরিষ্কার করা বাকি। প্ৰায় দেড় ঘণ্টার মধ্যে অভিযান শেষ করার চেষ্টা করছি, বলেন এনডিআরএফ-এর অফিসার

Spread the News
error: Content is protected !!