শেষচারের টিকিট নিয়ে গুয়াহাটি ফিরল বাড, ম্যাচ জিতে ৩ নম্বরে নির্ভানা

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : শিলচরে আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ (এপিসিসি) ক্রিকেটের মূল পর্বের খেলায় অপরাজিত থেকে শেষচারে খেলার যোগ্যতা অর্জন করল গুয়াহাটির বাড ক্রিকেট ক্লাব।বুধবার নিজেদের শেষ লিগ ম্যাচে তারা সহজে ৮ উইকেটে হারাল নগাঁওয়ের রেডিয়েল ক্লাবকে। এদিন প্রথম ইনিংস চলাকালে বৃষ্টি হানা দেওয়ায় ১৬ ওভারের ম্যাচ খেলানো হয়। টসে জিতে প্রথমে প্রতিপক্ষ রেডিয়েল ক্লাবকে ব্যাট হাতে নেয়ার আমন্ত্রণ জানায় বাড ক্রিকেট ক্লাব। সে সুবাদে তারা ১৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮০ রানের টার্গেট খাড়া করে। তাদের দেবোজিৎ বরুয়া সর্বোচ্ছ ১৯ রান করেন। বোলিংয়ে আয়ূষমান মালাকার ৩টি, নিপুন ডেকা, দর্শন রাজবংশী ও পুস্পারাজ শর্মা ২টি করে উইকেট লাভ করেন। যেভাবে মিটিংয়ে বাড ক্রিকেট দল ১০.২ ও বাড়ে মাত্র ২ উইকেটের বিনিময়ে ৮৬ রান করে নেয়। তাদের জিতু আলি (অপরাজিত) ৩৯, এরিক রায় ২২ (অপরাজিত) এবং দিয়াজ পাঠক ১৪ রান করেন। ২টি উইকেট লাভ করেন অক্ষয় কুমার ডেকা।

শেষচারের টিকিট নিয়ে গুয়াহাটি ফিরল বাড, ম্যাচ জিতে ৩ নম্বরে নির্ভানা

প্রসঙ্গত, গুয়াহাটির বাড ক্রিকেট ক্লাবে রয়েছেন আসামের আইপিএল তারকা রিয়ান পরাগ। এমনকি এপিসিসি টুর্নামেন্টে তিনি রেজিস্টার্ড ক্রিকেটার। অথচ শিলচর বাসী রিয়ানের খেলা দেখা থেকে বঞ্চিত হলেন। রাজস্থান রয়্যালসের ক্যাম্প থাকায় বাডের প্রথম ম্যাচে খেলতে পারেননি রিয়ান। কিন্তু পরের ম্যাচগুলিতে তিনি আসেননি। হয়তো ব্যক্তিগত ব্যস্ততা ছিল। কিন্তু ক্ষতি হয়ে গেল এপিসিসি আসরের। শিলচরের দর্শক এবং স্থানীয় উঠতি ক্রিকেটারদের। কারণ, রিয়ানের মতো ক্রিকেটার আগামী প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা। তাই তাঁকে চাক্ষুষ দেখার সুযোগ হাতছাড়া হল। সেমিফাইনালে খেলার জন্য বাড যখন শিলচরে ফিরে আসবে, সেই সময় রিয়ান আই পি এল দলে যোগ দিয়ে দেবেন। ফলে, তাঁর এখানে আসার সম্ভাবনা আর থাকল না। এই ম্যাচে সেরা নির্বাচিত হন আয়ূষমান মালাকার। তার হাতে পুরস্কার তুলে দেন নিলয় পাল।

শেষচারের টিকিট নিয়ে গুয়াহাটি ফিরল বাড, ম্যাচ জিতে ৩ নম্বরে নির্ভানা

এদিকে,এদিনের টুর্নামেন্টের দ্বীতিয় ম্যাচে নির্ভানা স্পোর্টস আ্যাকাডেমি ৪০ রানে বাজিমাত করে তিনসুকিয়া টাউন ক্লাবের বিরুদ্ধে। নির্ভানা ব্যাট করতে নেমে ২৯ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩২ রানের স্কোর খাড়া করে। অভিষেক কুমার রাই ৪৬, শ্রাবণ কুমার খাউন্দ ৩০, যোগেশ্বর ভূমিজ ৩২ রান করেন। দুই উইকেট করে লাভ করেন প্রাচীর চাংমাই ও আবির চক্রবর্তী। ম্যাচে সেরা নির্বাচিত হন যোগেশ্বর ভুমিজ। তার হাতে পুরস্কার তুলে দেন অভিজিৎ দাস। নির্ভানা টুর্নামেন্টে মোট ৪টি ম্যাচ খেলে ৩ নম্বরে অবস্থান করছে।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News