গুয়াহাটি নিগম সদস্য মাসুমা আপ ছেড়ে বিজেপিতে যোগ

বরাক তরঙ্গ, ৬ মে : আগামীকাল বুধবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এর মধ্যে, ভারতীয় জনতা পার্টিতে যোগদানের হিড়িক আবার শুরু হয়েছে। মঙ্গলবার বিরোধী দলের দুই বিশিষ্ট নেতা শাসক দলে যোগদান করেছেন। এই দুই নেতার মধ্যে রয়েছেন আপের মাসুমা বেগম এবং ছাত্র মুক্তির সাধারণ সম্পাদক প্রাঞ্জল কলিতা।

পদ্ম হাতে তোলার সঙ্গে সঙ্গে ঝাড়ু একপাশে রাখলে মাসুমা। তিনি গুয়াহাটির ৪২ নম্বর ওয়ার্ডের  একজন নিগম সদস্য। কয়েক দিন আগে, তিনি বিজেপির বিরুদ্ধে একটি প্রেস কনফারেন্স করেছিলেন এবং এরপরই বিজেপিতে যোগ দেন। এছাড়াও রাইজর দলের কর্মীরাও যোগ দিয়েছেন।

গুয়াহাটি নিগম সদস্য মাসুমা আপ ছেড়ে বিজেপিতে যোগ
Spread the News
error: Content is protected !!