আসছে ঘূর্ণিঝড়, ট্রেনের চাকায় বেড়ি, বসানো হল গুটকা
২৩ অক্টোবর : ঘূর্ণিঝড় ‘ডানা’ দ্রুত গতিতে ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে। ১২০ থেকে ১৩৫ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঝড়ের কারণে ট্রেন যাতে ‘রোল ডাউন’ না করতে পারে, সেজন্য ট্রেনের চাকায় বেড়ি পরানো হচ্ছে এবং ‘গুটকা’ বসানো হচ্ছে। রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ বিপজ্জনক নদী ব্রিজগুলি খতিয়ে দেখছে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপের জন্য এমার্জেন্সি কন্ট্রোল খুলছে। এছাড়া, উপকূলবর্তী বিভিন্ন স্টেশনে সিগন্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীদের মোতায়েন রাখা হবে। স্টেশনে জল জমার আশঙ্কা থাকায় পাম্প স্থাপন করা হয়েছে।
এ দিকে, ঝড়ের কারণে বিপদ এড়াতে দক্ষিণ পূর্ব রেল বৃহস্পতিবার থেকেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সম্ভাব্য ঝড়ের আঘাত পুরী এবং সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে বৃহস্পতিবার গভীর রাত বা শুক্রবার ভোরে।
দক্ষিণ পূর্ব রেল ইতিমধ্যেই ৮৫টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে। এগুলির মধ্যে রয়েছে পুরীগামী বন্দে ভারত ট্রেনও। শুধু হাওড়া, শালিমার এবং সাঁতরাগাছি থেকেই নয়, ডাউন ট্রেনগুলির মধ্যেও ৯৩টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে সুপারফাস্ট ট্রেনও রয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রেখে ট্রেন চলাচলে সতর্ক ব্যবস্থা নেওয়া হবে।
বিপজ্জনক স্টেশনগুলিতে ডিজেল চালিত ইঞ্জিন রাখা হবে, যাতে প্রয়োজনে ত্রুটিপূর্ণ ট্রেনগুলোকে টেনে আনা যায়। ট্রেন বাতিলের ফলে পুরী ও দক্ষিণ ভারতে যাতায়াতকারী ট্রেনগুলিতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে।