মাদুর্গা লেনে বার্ষিক শনিপূজায় গুণীজন সংবর্ধনা কাল

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর কনকপুর রোডের দ্বিতীয় খণ্ডের মা দুর্গা লেনে সর্বজনীন শনিপূজা কমিটির বিশেষ উদ্যোগে পূজার আয়োজন করছো। আগামী ২৫ জানুয়ারি শনিবার সন্ধ্যা পাঁচটায় পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শনি পূজার শুরু করা হবে। এরপর কমিটির পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা জানানো এবং শনি বন্দনা ও পূজার্চনা সহ নিউ রাইজিং গ্ৰুপের এই অঞ্চলের বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিধান লস্কর ও মঞ্জুশ্রী দাস সঙ্গীত পরিবেশন করবেন এবং পনেরোশো জন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে জানান কমিটির সদস্যরা।

কমিটির পক্ষ থেকে সুধাংশু দাস, সমরেন্দ্র দত্ত, সুদীপ দাস, অসিত কান্তি দাস, বিপ্লব পাল, রণজিৎ রায়, প্রসেনজিৎ দাস, রাজেশ রায়, দীপক রায়, মিহির পাল সহ আরও অন্যান্যরা এই অঞ্চলের সবাই ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

মাদুর্গা লেনে বার্ষিক শনিপূজায় গুণীজন সংবর্ধনা কাল
মাদুর্গা লেনে বার্ষিক শনিপূজায় গুণীজন সংবর্ধনা কাল

Author

Spread the News