জিরিবাম লালপানিতে চলছে গুলির লড়াই, নিহত জওয়ান
কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : জিরিবামের মরবুং ও সেজাং পুঞ্জিতে গুলি যুদ্ধে একজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মণিপুর পুলিশের দুজন কমান্ডো। হত সিআরপিএফ জওয়ানের নাম অজয়কুমার ঝা (৪৮), বাড়ি বিহার রাজ্যে বলে জানা যায়। সকালে প্রায় দু’ঘণ্টা চলে গুলির লড়াই। শনিবার রাত থেকে চলে গোলাগুলি।
শনিবার সন্ধ্যারাত থেকে জিরিবাম লালপানির মংবুং ও সেজাং পুঞ্জিতে আবারও গুলি যুদ্ধ চলতে থাকে।এলোপাতাড়ি গুলির শব্দে কান ঝালাপালা লালপানি গ্রামের মানুষের। রাত সাতটা থেকে অনবরত গোলাগুলি চলে রাত ন’টা পর্যন্ত।শনিবার রাতের পর রবিবার সকাল ন’টা থেকে সেই স্থানে আবারও গোলাগুলি শুরু হয়েছে। তবে এবার উগ্রপন্থীদের লক্ষ্য করে গুলি ছুড়ছে মণিপুর কমান্ডো বাহিনী। একদিকে রয়েছে মণিপুরি সম্প্রদায়ের বসতি, অন্যদিকে কুকি সম্প্রদায়ের বসতি, পাশেই রয়েছে বাঙালি সম্প্রদায়ের বৃহৎ গ্রাম লালপানি। দুই সম্প্রদায়ের মহিলা শিশু বৃদ্ধ আগে থেকেই বাড়িতে নেই। রয়েছেন নিরাপদ আশ্রয়ে। তবে বাঙালি সম্প্রদায়ের মানুষ নিজ গ্রামেই রয়েছেন।
মংবুং ও সেজাং পুঞ্জির একেবারে নিকটবর্তী বাঙালি সম্প্রদায়ের মানুষ ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। তবে তাঁরা হুমকির সম্মুখীন নন বলে জানিয়েছেন বাঙালি সম্প্রদায়ের মানুষ। কেউ তাদের বাড়ি ঘর ছাড়ার কথা বলেনি কিংবা তাদের হুমকি প্রদান করেনি। যেহেতু মাঝেমধ্যে গোলাগুলি চলতে থাকে সেই আতঙ্কে নিকটবর্তী বসতবাড়ি থেকে মহিলা, শিশু, বৃদ্ধ লোকদের নিরাপদ জায়গায় রাখা হয়েছে। বর্তমানেও গোলাগুলি চলছে এতে বাঙালি সম্প্রদায়কে লক্ষ্য করে নয় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। জিরিবামে জাতিদাঙ্গা মোটেই বন্ধ হচ্ছে না। হিংসা অব্যাহত রয়েছে। রবিবার সকাল ন’টা থেকে অনবরত গোলাগুলি শুরু হয়।