প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা ট্রাম্পের, উপহার মেসির

১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার (১৭ সেপ্টেম্বর) পা রাখলেন জীবনের এক বিশেষ মাইলফলকে। তিনি পূর্ণ করলেন ৭৫ বছর। জন্মদিনের প্রাক্কালে দেশ-বিদেশের একাধিক নেতা ও ব্যক্তি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক সহযোগিতা ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। সমাজমাধ্যমে মোদি নিজেই সেই খবর শেয়ার করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য ধন্যবাদ বন্ধু। ভারত-আমেরিকার সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যেতে চাই।’

অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি নরেন্দ্র মোদীর জন্য পাঠিয়েছেন সই করা একটি বিশেষ জার্সি। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে শতদ্রু দত্ত জানিয়েছেন, ডিসেম্বর মাসে ভারত সফরে আসবেন মেসি এবং সেই সময় মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ করানোরও উদ্যোগ নেওয়া হচ্ছে। মোদির জন্মদিন উপলক্ষে এই উপহারকে ভারত-আর্জেন্টিনা ক্রীড়া সম্পর্কের বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, অতীতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সই করা জার্সি উপহার দিয়েছিলেন মেসি।

প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বহু কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির নেতানেত্রীরা।

রাষ্ট্রপতি লিখেছেন- ‘দেশ বড় লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে চলেছে। এই সংস্কৃতি আপনি এনেছেন।’ এ দিকে, সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধি। অভিষেক লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রইল শুভেচ্ছা ও শুভকামনা।

জন্মদিন উপলক্ষে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে আয়োজন করা হয়েছে এক বিশেষ প্রদর্শনীর। ১৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই প্রদর্শনীতে তুলে ধরা হবে মোদির শৈশব, ছাত্রজীবন, আরএসএসে যোগদান, রাজনৈতিক উত্থান এবং প্রধানমন্ত্রী হওয়ার পথে চলার মত ঘটনাগুলো। প্রদর্শনীর দায়িত্বে রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় ও জাতীয় পরিষদ সদস্যা শতরূপা। সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীতে থাকছে শতাধিক ছবি, নথি ও তথ্যচিত্র।

Spread the News
error: Content is protected !!