রমজান মাসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
২ মার্চ : রমজানের পবিত্র মাসের শুরু হয়ে গেছে, রবিবার প্রথম রোজা। শনিবার রমজান মাসের চাঁদের দেখা মিলেছে। এর মাধ্যমে ভারতেও রমজান মাসের শুরু হয়েছে।
এক মাসব্যাপী এই উৎসবের জন্য বিশ্বের মুসলিম সম্প্রদায় অপেক্ষা করে থাকে। রমজান মাসের শুরুতে সবাই মুসলিম সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানাচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার রমজান মাসের শুরুতে দেশবাসীকে শুভেচ্ছা জানান। এক্স -এ পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “রমজান মাসের শুভ সূচনা। এই উৎসব আমাদের সমাজে শান্তি এবং ঐক্যের বার্তা নিয়ে আসুক। এই পবিত্র মাস আত্মবিশ্লেষণ, কৃতজ্ঞতা ও নিবেদনের প্রতীক, এবং আমাদের করুণা, দয়া ও সেবার মূল মানগুলির স্মরণ করিয়ে দেয়। রমজান মোবারক!”

