সোনাবাড়িঘাটে বিশাল জয় উত্তর কৃষ্ণপুরের

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টম্বর : সোনাবাড়িঘাটে নিউ ইয়ংস্টার ক্লাব ও ভিডিপির আয়োজিত ফুটবল টুর্নামেন্টেে বিশাল জয় পেল উত্তর কৃষ্ণপুর এফসি। শনিবার ফেরিঘাট সংলগ্ন মাঠে তারা ৭-১ গোলে হারায় কালাইন চ্যালেঞ্জার্স ক্লাবকে। খেলার ৭ মিনিটে কালাইনের আহান গোল করে দলকে এগিয়ে নিলেও এরপর এক এক সাতটি গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে। কালাইনের গোলের দুই মিনিটের মধ্যে ম্যাচ সমতায় নিয়ে আসেন ইমানুয়েল। তারপর শুরু গোলের বন্যা। ইমানুয়েল করেছে আরও দু’টি গোল ৩৭ ও ৫০ মিনিটে। রামকুম করেছেন চারটি। খেলার ১৮, ৪৮, ৪৯ ও ৫৩ মিনিটে গোল করেন।

এ দিন ম্যাচ পরিচালনা করেন কামরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মণ ও সাহিদ চৌধুরী। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইমানুয়েল। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সোনাবাড়িঘাট জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আমির হোসেন লস্কর ও রাজিম উদ্দিন লস্কর। আগামী মঙ্গলবার মুখোমুখি হবে সৈদপুর বনাম মুর্তাখাল।

Spread the News
error: Content is protected !!