গোবিন্দপুর এমই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বেশ্বর পাল প্রয়াত

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২০ মে :  গোবিন্দপুর এমই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বেশ্বর পাল ওরফে বিশু আর নেই। সোমবার রাত ৭টা ৪৮ মিনিটে কাটিগড়ার গোবিন্দপুর স্থিত নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭১ বছর। রেখে গেছেন স্ত্রী, দুই পুত্র সহ অসংখ্য গুণমুগ্ধদের। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন থেকে তিনি কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। তাই শিলচরের এক বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসাও হয়।

সম্প্রতি বাড়িতে নিয়ে আসার পর, সোমবার হঠাৎ শরীর খারাপ করে, আর দেখতে দেখতেই রাত ৭টা ৪৮ মিনিটে তিনি ইহলোকের মায়া ছেড়ে পরলোকে পাড়ি দেন। তাঁর মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। গভীর রাতে গোবিন্দপুর শশ্মান কালীবাড়িতে বিশ্বেশ্বর পালের শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন অল অসম গ্রেটার পাল কমিউনিটির রাজ্য সভাপতি বিপ্লব কান্তি পাল, কাটিগড়া আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন উপ-সভাপতি দিব্যজ্যোতি পাল, লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের পিআরও শমীন্দ্র পাল সহ আরোও অনেকেই।

গোবিন্দপুর এমই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বেশ্বর পাল প্রয়াত
Spread the News
error: Content is protected !!