ছাত্রসমাজকে বিজ্ঞান মনস্ক করে তুলতে তৎপর রয়েছে সরকার : ত্রিদীব রায়

হাইলাকান্দিতে ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী_____

বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : একটি উন্নত রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ কে গড়ে তুলতে হলে নব প্রজন্মের মধ্যে বিজ্ঞানের বিভিন্ন সৃষ্টি সাবলীল ভাবে তুলে ধরতে হবে। যাতে করে বিজ্ঞানের প্রতি ভয় নয় বরং ছোট থেকেই বিজ্ঞান মনস্ক হিসেবে নিজে দের তারা গড়ে তুলতে পারে। সোমবার হাইলাকান্দি শ্রীকিষণ সারদা কলেজে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রালয় থেকে প্রেরিত ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী বাহনের হাইলাকান্দি জেলায় স্বাগত জানিয়ে হাইলাকান্দি জেলার শিক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক ত্রিদীব রায় বলেন ছাত্র সমাজকে বিজ্ঞানের প্রতি আরও আকৃষ্ট করতে সরকার যথেষ্ট যত্নশীল। এই মোবাইল বাহন থেকে রসায়ন বিদ্যা বিভাগের বিভিন্ন কিছু সহ জল সংরক্ষণ সহ বিভিন্ন আনুষাঙ্গিক বিষয়ের বার্তা পাবে ছাত্রছাত্রীরা।

হাইলাকান্দি এসএস কলেজে আসাম বিজ্ঞান সমিতির কলেজ শাখার পক্ষ থেকে অধ্যাপক সুকন্যা চৌধুরী, রূপম সেন ও জেলা সমিতির নতুন সম্পাদক দেবাশিস গুহ ঠাকুরতা উপস্থিত সবাই কে স্বাগত জানান। কলেজ অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সায়েন্স লেব তৈরি করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে সরকারের এধরণের প্রচেষ্টার ফলে লাভবান হবে পড়ুয়ারা।প্রসঙ্গত গুয়াহাটির  জাতীয় বিজ্ঞান কেন্দ্র থেকে প্রেরিত এই বাহনটি জেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার দায়িত্বে রয়েছে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের হাইলাকান্দি শাখা। জেলা সংযোজক লুৎফর রহমান বড়ভূইয়া জানান তাদের অনেক দিনের দাবি ছিল হাইলাকান্দি তে এই বাহনটি পাঠানোর জন্য।

ছাত্রসমাজকে বিজ্ঞান মনস্ক করে তুলতে তৎপর রয়েছে সরকার : ত্রিদীব রায়

এই বাসের মধ্যে রয়েছে নানা ধরনের পরীক্ষার সরঞ্জাম এবং বৈজ্ঞানিক মডেল। এই বাসটির সাথে এসেছেন সাইন্স সায়েন্স সেন্টারের সাইন্স কমিউনিকেটর আশরাফুল আলম আহমেদ। সহযোগিতায় থাকা বিজ্ঞান মন্দিরের ভারপ্রাপ্ত আধিকারিক বাহারুল ইসলাম বড়ভূইয়া জানান, আগামী ৪ জানুয়ারি পর্যন্ত জেলায় পরিক্রমা করবে এই বাহন।সহযোগিতায় রয়েছে বিদ্যালয় সমূহের পরিদর্শকের কার্যালয়। এদিকে, হাইলাকান্দি এসএস কলেজে প্রাঙ্গণে ত্রিদীব রায় সহ শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা বাহন কেন্দ্রীক এই প্রদর্শনী গুরুত্ব সহকারে উপভোগ করেন।

ছাত্রসমাজকে বিজ্ঞান মনস্ক করে তুলতে তৎপর রয়েছে সরকার : ত্রিদীব রায়

Author

Spread the News