বিদ্যুৎকে পরিষেবার পরিবর্তে লাভজনক পণ্যে রূপান্তরিত করতে চাইছে সরকার : রমেশ পরাশর

বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : কেন্দ্ৰ ও রাজ্য সরকারগুলো বিদ্যুতকে ক্ৰমাগত অত্যাবশ্যকীয় পরিষেবার পরিবর্তে লাভজনক পণ্যে রূপান্তরিত করতে দেশি বিদেশি পুঁজিপতিদের হাতে বিদ্যুৎ খণ্ডকে তুলে দিতে চাইছে। এর বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান অল ইন্ডিয়া ইলেকট্ৰিচিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন কাৰ্যকরী সভাপতি রমেশ পরাশর। শনিবার অ্যাসোসিয়েশনের আহ্বানে গুয়াহাটির লক্ষীরাম বরুয়া সদনে অভিবর্তনে এই আহ্বান জানান তিনি। বিশিষ্ট সমাজকৰ্মী অজিত আচাৰ্যের পৌরোহিত্যে অনিবর্তনে তিনি আরও বলেন, এই উদ্দেশ্যকে সামনে রেখে কেন্দ্র সরকার বিদ্যুৎ সংশোধনী বিল, ২০২২ সংসদে গৃহীত করতে চাইছে। তিনি বলেন সরকারের এই চক্ৰান্ত সফল হলে সাধারণ মানুষ বিদ্যুতের ব্যবহার থেকে বঞ্চিত হবে।

অভিবর্তনে আমন্ত্ৰিত বক্তা বিশিষ্ট সমাজকৰ্মী বিমল দাস বলেন, বিদ্যুৎ বিভাগ সাধারণ গ্ৰাহকদের স্বাৰ্থের পরিপন্থী কাজ করছে। তিনি এও বলেন যে বিদ্যুৎ বিভাগের ঘাটতি মেটাতে এর বোঝা সাধারণ গ্ৰাহকদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে। এ ছাড়া অভিবৰ্তনের আরেক বক্তা দীপক কুমার সাহা বক্তব্যে বলেন, বিদ্যুৎ যৌথ তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও এই বিল প্রনয়ণের ক্ষেত্রে কেন্দ্র সরকার রাজ্য সরকারের কোনও মতামত গ্রহণ না করেই রাজ্য সরকারের অধিকার খর্ব করতে চাইছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের সবারই।

বিদ্যুৎকে পরিষেবার পরিবর্তে লাভজনক পণ্যে রূপান্তরিত করতে চাইছে সরকার : রমেশ পরাশর

অভিবৰ্তনের শুরুতে জনবিরোধী বিদ্যুৎ সংশোধনী বিল, ২০২২ বাতিল সহ বিদ্যুতের অন্যান্য সমস্যা সমাধানের দাবিতে ঐক্যবদ্ধ শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলার প্ৰস্তাব উপস্থাপন করেন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের অন্যতম আহ্বায়ক অজয় আচাৰ্য এবং উত্থাপিত প্রস্তাব সমৰ্থন করে বক্তব্য রাখেন অল আসাম ইলেকট্ৰিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন’র অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য।
অভিবর্তনের মুল প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং গ্রাহকদের স্বার্থে আগামীতে শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অভিবর্তনে বরাক উপত্যকার তিন জেলার বিদ্যুৎ গ্ৰাহকরাও তাদের মতামত তুলে ধরেন।

বিদ্যুৎকে পরিষেবার পরিবর্তে লাভজনক পণ্যে রূপান্তরিত করতে চাইছে সরকার : রমেশ পরাশর

উল্লেখ্য, অস্বাভাবিক হারে বৰ্দ্ধিত বিদ্যুৎ বিল প্রদান বন্ধ করা, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারীকরণ বন্ধ করা, বিদ্যুৎ সংশোধনী বিল, ২০২০ ও প্ৰিপেইড মিটার প্রতিস্থাপন বাতিল করা সহ বিদ্যৎ খণ্ডের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বিদ্যুৎ গ্ৰাহকদের অভিবৰ্তনে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক প্ৰতিনিধি উপস্থিত ছিলেন।

Author

Spread the News