প্রাকৃতিক দুর্যোগের শিকার পরিবার গুলোর সরকারি আর্থিক সাহায্য খুবই প্রয়োজন
বরাক তরঙ্গ, ৬ মে, সোমবার,
বরাক উপত্যকায় মাস দিন ধরে চলা বিধ্বংসী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। এক একটি পরিবার একাধিকবার এই প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয়েছে। এতে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলো অসহায়বোধ করছে। টাকার অভাবে অনেকেই ঘরের মেরামত করতে না পেরে হয় খোলা আকাশের নিচে না হয় কারও বারান্দায় রাত কাটাতে হচ্ছে। ঝড়ের মোকাবিলা করে পুনরায় দাঁড়ালেও আবার শিলাবৃষ্টিতে ঘরের চাল ঝাঁঝরা করে দেয়। একটা সামলাতে গিয়ে আরেকটির মুখে পড়ে দরিদ্র পরিবারগুলো দিশাহারা হয়ে উঠেছে। আবার অনেকের ভূপতিত কুঁড়ে ঘরটি পুনরায় নির্মাণ করার কোন সম্বল নেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে তাদের রোজগারের সীমিত টাকা দিয়ে পরিবারের ভরণপোষণ করবে না মাথা গোঁজানোর ব্যবস্থা করবে। এক অসহায়ের মধ্যে দিন কাটাচ্ছে হতদরিদ্র পরিবারগুলো।
তাই তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে সরকার বা জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে ঘরের টিন বা মেরামত করার জন্য আর্থিক সাহায্য অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যদি এমন পদক্ষেপ করা হয় তাহলে তারা স্বাভাবিক জীবন যাত্রার মূল স্রোতে ফিরে আসতে পারবে।