গোরক্ষনাথ সেবাশ্রমে দীক্ষা মহা রুদ্রযজ্ঞ ও ধর্মসভা

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : মহাযোগী গোরক্ষনাথ সেবাশ্রম নাথপাড়া তারাপুর শিলচর প্রাঙ্গনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যৌগগুরু পরম পূজ্যপাদ গুরুদেব মহন্ত স্বামী শিবনাথজি মহারাজের পদার্পণ উপলক্ষে দীক্ষা মহা রুদ্রযজ্ঞ ও ধর্মসভা অনুষ্ঠান আয়োজিত হল রবিবার মহারাজের উপস্থিতিতে নাগরিকরা। বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার ভক্ত প্রাণ নাগরিকেরা মহা রুদ্রযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করে দীক্ষা গ্রহণ করেন এবং ধর্মসভায় যোগদান করেন অধিকাংশ নাগরিকরাই মহা রুদ্রযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আহুতি প্রদান করেন।

এক আনন্দ পূর্ণ অনুষ্ঠানে মহন্ত স্বামী শিবনাথের হাত ধরে সনাতনী ধর্মসংস্কৃতি পরায়ন জীবনযাত্রা প্রণালীতে শামিল হলেন প্রায় ৫০০ অধিক ভক্ত প্রাণ নাগরিকেরা অনুষ্ঠানের শেষ প্রান্তে সবার মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন মহাযোগী গোরক্ষনাথ সেবাশ্রমের সভাপতি শ্রুহিতক্ষ নাথ, সম্পাদক মলয়কুমার নাথ, সভাপতি পার্থসারথি নাথ এবং অন্যান্য সদস্যরা।

গোরক্ষনাথ সেবাশ্রমে দীক্ষা মহা রুদ্রযজ্ঞ ও ধর্মসভা
গোরক্ষনাথ সেবাশ্রমে দীক্ষা মহা রুদ্রযজ্ঞ ও ধর্মসভা

Author

Spread the News