সোনাইয়ে জয়ী ইছারপার
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ৯ জুলাই : সোনাইয়ে ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে জয়ী হল ছাত্র মজলিশ ইছারপার। শনিবার তারা ৩-১ গোলে হারিয়েছে বেরাবাক এফসি-কে। সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত খেলায় ৬ মিনিটে প্রথম গোল করেন ইছারপারের মস্তোফা জামান। ২৫ মিনিটে আরও একটি গোল করে সংখ্যা বাড়িয়ে দেন মস্তোফা। দ্বিতীয়ার্ধ্বের শুরুতে বেরাবাকের একমাত্র গোলটি করেন আফসার হোসেন। খেলার প্রায় শেষে ছাত্র মজলিশের আবেদ হোসেন গোল করেন। ৩-১ গোলে জয়লাভ করে ছাত্র মজলিশ। খেলার সেরা পুরস্কার পান মস্তোফা জামান।
এ দিন খেলা পরিচালনা করেন ইজাজ আহমেদ, শামিম আহমদ বড়ভূইয়া, নসরুল আলম ও জলিল আহমদ। আগামীকাল কোন খেলা নেই।
