গোলাঘাট দুর্ঘটনা : রাতে চারজনকে গুয়াহাটি মেডিক্যালে স্থানান্তর, সঙ্কটজনক

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : গোলাঘাটের দেরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চারজনকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে (জিএমসিএইচ) স্থানান্তর করা হয়েছে। আহতরা হলেন মৃদুল শইকিয়া, অরূপ শইকিয়া, কুলুমনি শইকিয়া এবং প্রীতি শইকিয়া। বুধবার রাত একটা নাগাদ তাদের জিএমসিএইচে ভর্তি করা হয়।

একসঙ্গে ১২ জনের শেষকৃত্য, শোকাবহ পরিবেশ গ্রামে____

আক্রান্তদের নিউরোলজি ও কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। কুলমণি শইকিয়ার স্বামী নভজিৎ শইকিয়া ইতিমধ্যেই মারা গেছেন। কুলুমণির বুকের ছয়টি হাড় ভেঙে গেছে। কুলুমণির মেয়ে প্রীতি শইকিয়ার প্লাস্টিক সার্জারির প্রয়োজন হবে। এ দিকে, মৃদুল শইকিয়ার উভয় পা ও বাম হাতের পাশাপাশি বুকের হাড় ভেঙ্গে গেছে। তিনি মাথায়ও গুরুতর আঘাত পেয়েছেন।

এ ছাড়া ২৭ জন এখনও যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিনজন আইসিইউতে রয়েছেন।

উল্লেখ্য, বুধবার দেরগাঁওয়ে ট্রাক ও পিকনিক বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। ঘটনাটি গোটা রাজ্যকে হতবাক করে দিয়েছে। বুধবার সন্ধ্যায় গোলাঘাটের আটখেলিয়ার বাচা ভরলুয়া গ্রামে একত্রে নিহতের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। গোটা গ্রামে এখন শোকের ছায়া।

Author

Spread the News