চণ্ডীঘাটে শিব মন্দির এলাকায় গো-মাংস উদ্ধার

বরাক তরঙ্গ, ৪ জুলাই : রাজ্য়জুড়ে গরু চুরি নিয়ে হুলুস্থুল চলছে ঠিক সে-সময় শান্তির দ্বীপ বরাক উপত্যকায় অশান্তির বাতাবরণ ছড়িয়ে দিতে কিছু দুষ্কৃতিকারী সক্রিয় হয়ে উঠেছে। শুক্রবার কাছাড় জেলার উধরবন্দ কেন্দ্রের চণ্ডীঘাটে শিব মন্দিরের পার্শ্ববর্তী এলাকার মাঝ সড়কের ধারে গো-মাংস ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় কিছু দুস্কৃতকারী। খবর যায় বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তাদের কাছে। তাঁরা কাছাড়ের সিনিয়র পুলিলসুপার নুমুল মাহাতোকে বিষয়ে অবগত করান। সঙ্গে সঙ্গে এসএসপি দলবল নিয়ে ছুটে যান। এর আগে উধারবন্দ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গো-মাংস উদ্ধার করে।

অন্যদিকে, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করে যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি তুলেন।

Spread the News
error: Content is protected !!