৭ বছর বাংলাদেশে কাটিয়ে স্বদেশে ফিরলেন গোবিন্দপুরের নিখোঁজ টিপু

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৯ মে : ৭ বছর বাংলাদেশে কাটিয়ে বৃহস্পতিবার স্বদেশে ফিরলেন নিখোঁজ কাছাড়ের গোবিন্দপুরের বাসিন্দা টিপু সুলতান। ভাইকে ফিরে পেয়ে কি আনন্দ বদরুল হক লস্করদের। কাটিগড়া থানায় আবেগঘন মুহূর্তে জড়িয়ে ধরেন ভাইরা। উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন টিপু সুলতানের ভাইরা।

জানা গেছে, মানসিক অসুস্থতার কারণে আজ থেকে ৭ বছর পূর্বে নিজ গৃহ থেকে নিখোঁজ হয়েছিলেন টিপু, ভবঘুরে হয়ে একসময় সীমান্ত পেরিয়ে চলে যান বাংলাদেশে।এদিকে অনেক খোঁজাখুঁজির পর বিফল হয়ে পরিবারের তরফে অসম পুলিশে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয়। পরবর্তী সময়ে একটা সূত্র ধরে জানা যায় টিপু সুলতান বাংলাদেশে রয়েছেন। তারপর গত এক বছর থেকে টিপুকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়।

৭ বছর বাংলাদেশে কাটিয়ে স্বদেশে ফিরলেন গোবিন্দপুরের নিখোঁজ টিপু

ভারত ও বাংলাদেশের মধ্যে প্রশাসনিক স্তরে শুরু হয় কথাবার্তা। অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের তরফে সুতারকান্দি বর্ডার দিয়ে ভারতে পাঠানো হয় টিপু সুলতানকে। সেখানে বিএসএফ ও কাটিগড়া পুলিশ তাকে সমঝে নিয়ে আসেন। এনিয়ে বিশদ জানিয়েছেন, বর্ডার পুলিশের ইনচার্জ সাব ইন্সপেক্টর আজমল হুসেন লস্কর।

Spread the News
error: Content is protected !!