রাজারটিলায় গো-খাদ্য উদ্ধার পুলিশের

বরাক তরঙ্গ, ৬ জুন : অভিযোগ উঠতে নড়ে চড়ে বসেন এডিসি ধ্রুবজ্যোতি হাজারিক, সার্কল অফিসার রবার্ট টোলর, বিডিও অন্তরা পাল। প্রশাসনিক নির্দেশে শুক্রবার পুলিশ সহযোগে সাড়ে তিন ব্যাগ গো-খাদ্য উদ্ধার করা হয়। শাসকদলের নেতা পরিচয় দিয়ে ২৬ ব্যাগ (প্রতি ব্যাগ ৩৫ কেজি) গো-খাদ্য হাতিয়ে নেন রাজাটিলার স্বঘোষিত নেতা জাহাঙ্গির আলম লস্কর। জিপির ১০টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য তথা বন্যাদুর্গতদের অন্ধকারে রেখে জাহাঙ্গির আলম গো-খাদ্য বণ্টন করেছেন। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। এনিয়ে শুক্রবার কাটিগড়া সার্কল অফিসে এক অভিযোগপত্র দায়ের করেন বঞ্চিতরা।

সেসময় সার্কল অফিসে উপস্থিত ছিলেন কাছাড়ের এডিসি ধ্রুবজ্যোতি হাজরিকা, ভেটেনারি ডিপার্টমেন্টের জেলা আধিকারিক ড. জীতেন্দ্র ভুঁইয়া,কাটিগড়ার দায়িত্বপ্রাপ্ত ড. প্রণব বড়ো, বিডিও অন্তরা পাল প্রমুখ। বন্যা কবলিত অঞ্চলের গোবাদি পশুর আহার নিয়ে মানুষ যখন চরম বিপাকে পড়েছেন তখন তথাকথিত এক নেতা বিজেপির নাম ভাঙিয়ে ২৬ ব্যাগ গো-খাদ্য হাতিয়ে নিয়ে এলাকায় রাজনীতি করছেন এমন অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে সাড়ে তিন ব্যাগ গো-খাদ্য উদ্ধার করে পুলিশ। তবে জাহাঙ্গিরের কোন মন্তব্য পাওয়া যায়নি।

রাজারটিলায় গো-খাদ্য উদ্ধার পুলিশের
Spread the News
error: Content is protected !!