হিলাড়া স্টেশনে দুই রোহিঙ্গা যুবতী সহ গুমড়ার যুবক আটক

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : বিয়ের প্রলোভন দিয়ে রোহিঙ্গা যুবতীদের ভারতে পাচার এমন এক ঘটনা প্রকাশ্যে এল। এই চাঞ্চল্যকর বয়ান বাংলাদেশের কক্সবাজার ক্যাম্প থেকে অবৈধ ভাবে ভারতে আসা ২ রোহিঙ্গা যুবতীর। শনিবার হিলাড়া রেল স্টেশন থেকে আটক করেন কাছাড় পুলিশের সীমান্ত শাখার কর্মীরা। একই সঙ্গে রোহিঙ্গা যুবতীদের নিয়ে যাওয়া গুমড়া চণ্ডীপুরের রামচন্দ্র বৈষ্ণব নামে এক যুবককে আটক করা হয়।

দুই রোহিঙ্গা যুবতীকে শিলচর পাঠিয়ে দেওয়া হলেও বৈষ্ণবকে কাটিগড়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।

জানা গেছে, বাংলাদেশের কক্সবাজার ক্যাম্প থেকে ১১ দিন আগে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে দুই যুবতী। এরপর গুমড়া চণ্ডীপুরের রামচন্দ্র বৈষ্ণবের বাড়িতে এসে পৌছান তারা। দু’দিন রামচন্দ্রের বাড়িতে থাকার পর শনিবার তাদের ট্রেনে করে গুয়াহাটি পাঠাতে হিলাড়া রেল স্টেশনে নিয়ে যাওয়ার পর একাংশ লোকের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর দ্রুত হিলাড়া স্টেশনে ছুটে যায় কাটিগড়া থানায় সীমান্ত শাখার পুলিশ। দুই রোহিঙ্গা যুবতী সহ তাদের সঙ্গে থাকা দালাল রামচন্দ্র বৈষ্ণবকে আটক করা হয়। শেষ খবরে জানা গেছে, রোহিঙ্গা যুবতীদের সঙ্গে আটক ভারতীয় নাগরিক রামচন্দ্র বৈষ্ণবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ।

অবৈধ ভাবে ভারতে বসবাস করা রোহিঙ্গা এবং বাংলাদেশের নাগরিকরা স্বদেশে ফিরতে গিয়ে বেশ কিছুদিন থেকে একের পর এক ধরা পড়ছেন কাটিগড়া সীমান্তে। মাস দু’একের মধ্যে সন্দেহজনক শতাধিক বাংলাদেশের নাগরিকদের আটক করা হয়েছে। অবৈধ ভাবে বসবাস করা বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ভারত সরকারের কঠোর অবস্থানের ফলেই পড়িমরি করে স্বদেশে ফিরছেন রোহিঙ্গা এবং বাংলাদেশিরা। এরমধ্যেই আবার অবৈধ প্রবেশ ঘটছে।

Spread the News
error: Content is protected !!