গাজা যুদ্ধ : ফ্রান্সে ১ লাখ ৮০ হাজার জনতার মিছিল

১৪ নভেম্বর : প্যারিসে ১ লাখ ৮০ হাজার জনতা মিছিল করে হামাসের বিরুদ্ধে ইজরায়েলের চলমান যুদ্ধের বিক্ষোভ প্রদর্শন করলেন। ফ্রান্সে রবিবার শুরু হওয়া এই বিক্ষোভে যোগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এবং প্রাক্তন প্রেসিডেন্টরাও।

আলজাজিরার সূত্রে জানা যায়, ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোরনি, প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এবং ফ্রাঁসোইস হোল্যান্ড, বামপন্থি দলের প্রতিনিধি এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দলের অনেকেই কঠোর নিরাপত্তার সঙ্গে অংশ নিয়েছেন। প্রধান শহর লিয়ন, নিস এবং স্ট্রাসবার্গসহ সারা দেশে ৭০টিরও বেশি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আন্দোলনে যোগ না দিলেও প্রতিবাদের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। তিনি ফ্রান্সের নাগরিকদের অসহনীয় কর্যকলাপের জন্য ইহুদিদের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ফ্রান্সকে অবশ্যই তার মূল্যবোধের পেছনে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্রান্সের বামপন্থি দলের নেতা জিন-লুক মেলেনচনও অংশগ্রহণ না করলেও সমর্থন প্রকাশ করেন। ছবি সংগৃহিত।

Author

Spread the News