গাজা দখলে নিতে চায় নেতানিয়াহু! প্রতিবাদে উত্তাল তেল আবিব

১০ আগস্ট : ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় টনা দুবছর ধরে আগ্রাসন চালিয়ে ধ্বংসস্তুপে পরিণত করেছে কট্টর ইসলাম বিদ্বেষী ইহুদিবাদি ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসবের মাঝেই খবর গাজা সিটি সম্পূর্ণ নিজেদের দখলে নিতে চাইছে দেশটির সেনারা। যে বিষয়টি নিয়েই ইজরায়েলের ভেতর থেকেই এবার উঠে এল প্রবল জনরোষ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে ফুঁসে উঠেছে ইজরায়েলিরা। শনিবার রাতে তেল আবিবের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা গাজায় যুদ্ধ বন্ধ হোক, জিম্মিদের মুক্তি পাক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে জানা গেছে, ইজরায়েল সরকারের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চলেছে সেনাবাহিনী। এই সিদ্ধান্ত যুদ্ধকে আরও ভয়াবহ ও দীর্ঘস্থায়ী করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধু সাধারণ মানুষ নয়, ইজরায়েলি সেনাবাহিনীও সতর্ক করেছে এই পদক্ষেপ জিম্মিদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সরকার বিরোধী এই বিক্ষোভে অংশ নেওয়া তেল আবিব এর ৬৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত নাগরিক রামি দার বলেন, “এই সরকার কেবল উগ্রপন্থার পথেই হাঁটছে। তারা দেশের স্বার্থে নয়, বরং নিজেদের রাজনীতির স্বার্থেই যুদ্ধ টিকিয়ে রাখতে চায়।” তিনি এবং আরও অনেকে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেন, যাতে গাজা যুদ্ধ বন্ধ হয় এবং মানবিক পরিস্থিতির উন্নয়ন ঘটে।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!