গাজা যুদ্ধবিরতি : পুতিন-নেতানিয়াহুর গুরুত্বপূর্ণ ফোনালাপ

৭ অক্টোবর : গাজার যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি ও শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক গুরুত্বপূর্ণ ফোনালাপ করেছেন। এই আলাপের মধ্য দিয়ে রাশিয়া ও ইজরায়েলের মধ্যে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত, বিশেষ করে ফিলিস্তিন প্রশ্নে কূটনৈতিক আলোচনার নতুন দিক উন্মোচিত হয়েছে।

সোমবার পুতিন ও নেতানিয়াহুর মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। আলোচনার মূল বিষয় ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি। দুই নেতার এই আলাপের উদ্দেশ্য ছিল চলমান সংঘাতের অবসান ও আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার সম্ভাব্য পথ খোঁজা। খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পুতিন ফোনালাপে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিনি সমস্যার ন্যায্য সমাধানের প্রতি রাশিয়ার অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি নিশ্চিত করতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বও তুলে ধরেন।

বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা আঞ্চলিক ইস্যুগুলো নিয়েও বিস্তারিত কথা বলেন। এর মধ্যে ছিল ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সৃষ্ট উত্তেজনা, সিরিয়ার স্থিতিশীলতা, এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি। ক্রেমলিন জানায়, পুতিন ও নেতানিয়াহু উভয়েই সহিংসতার অবসান ও সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার ওপর জোর দিয়েছেন।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!