ভুবনেশ্বরের জাতীয় অ্যাথলেটে মনোনীত কাটলিছড়ার গৌতম দাস।
এ বি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : আর্থিক টানাপোড়েনের মধ্যেও অধম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে জাতীয় জুনিয়র অ্যাথলেট মিটে অংশ নিতে ভুবনেশ্বর পাড়ি দিচ্ছে কাটলিছড়ার ছেলে গৌতম দাস। আগামী সপ্তাহে উড়িষ্যার ভুবনেশ্বরে শুরু হচ্ছে জাতীয় জুনিয়র অ্যাথলেট। এতে অসমের প্রতিনিধিত্ব করছে নমব শ্রেণির পড়ুয়া গৌতম। মণিপুর মডেল স্কুলের পড়ুয়া গৌতমের বাড়ি কাটলিছড়ার আলেকজাণ্ডারপুর গ্রামে। বাবা শৈলেন দাস এক জন প্রান্তিক চাষী। গৌতমরা তিন ভাই। ছেলেদের পড়াশোনার ব্যয় বহন করতে শৈলেন দাসকে বাজারে বাজারে চকলেট, চানাচুর ফেরি করতে হয়। পারিবারিক অনটনকে পাশে সরিয়ে রেখে গৌতম নিয়মিত খেলাধূলার চর্চা করে চলেছে। খেলো ইন্ডিয়ার কাটলিছড়া সেন্টারের কোচ রাজা দাসের তত্ত্বাবধানে নিয়মিত তার চর্চা করে নিজেকে তৈরি করে৷
গৌতম জাতীয় জুনিয়র অ্যাথলেটে walkathon event-এ পাঁচ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে৷ ইতিমধ্যে রাজ্য স্তরে নিজের যোগ্যতা অর্জন করে নিতে পেরেছে।গৌতমের সফলতা কামনা করে কাটলিছড়ার ক্রীড়া জগতের তরফ থেকে তার জন্য সব ধরণের সহযোগিতা হাত বাড়ানোর প্রয়াস নেওয়া হচ্ছে।

