শিলচরের শিবিরগুলোতে রেশন সামগ্রী সহ ওষুধের অভাব, বললেন গৌরব

বরাক তরঙ্গ, ৫ জুন : সফরের দ্বিতীয় দিনে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ শিলচর শহরের বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করেন। বৃহস্পতিবার আশ্রয় শিবির পরিদর্শনের আগে তিনি জেলা কংগ্রেস কার্যালয়ে কর্ণেন্দু ভট্টাচার্য ও ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং বৃক্ষ রোপন কার্যসূচিতে অংশ নেন।

এ দিন শিলচর শহরের আশ্রয় শিবির পরিদর্শন করার পর বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে অসহায় মানুষের সঙ্গে আলাপ করে তাদের চাহিদা ও সমস্যা সম্পর্কে অবগত হন। শাসক দলের সমালোচনা করে কংগ্রেস অসহায় মানুষের পাশে থেকে আগামীতেও সহায়তা প্রদান করার আশ্বাস দেন।

শিলচরের শিবিরগুলোতে রেশন সামগ্রী সহ ওষুধের অভাব, বললেন গৌরব

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব বলেন, পর্যাপ্ত পরিমাণে রেশন সামগ্রী সহ ওষুধের অভাব রয়েছে আশ্রয় শিবিরে। শাসকদল বরাক উপত্যকাকে সিন্ডিকেটের করিডর হিসাবে ব্যবহার করছে। সিন্ডিকেটের পেছনে বরাকের একজন মন্ত্রীর হাত রয়েছে বলে জানান গৌরব গগৈ। বন্দুকের প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, আরএসএস ও বিজেপির কর্মী সিন্ডিকেটে জড়িতরা বন্দুক নিয়ে সিন্ডিকেট রাজ চালাবেন। সংগ্রহ করবেন চাঁদাও এতে সমাজে এক অশান্তিকর পরিবেশ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন তিনি। আরও বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল ও বর্তমান মুখ্যমন্ত্রী মধ্যে চলে থাকা বিবাদের কারণে বরাকের উন্নয়ন পিছিয়ে পড়েছে। বন্যা নিয়ন্ত্রণেও ব্যর্থ বিজেপি সরকার কয়লা ও সুপারি সিন্ডিকেট নিয়ে ব্যস্ত।

শিলচরের শিবিরগুলোতে রেশন সামগ্রী সহ ওষুধের অভাব, বললেন গৌরব

এদিন উপস্থিত ছিলেন পৃথ্বিরাজ প্রভাকর শাঠে, জেলা সভাপতি অভিজিৎ পাল, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, সূর্যকান্ত সরকার, নিশি সরকার, সঞ্জীব রায়, প্রদীপ সরকার, জাকির হোসেন, এনএসইউআই, ইয়ুথ কংগ্রেস, সেবা দল সহ কংগ্রেস কর্মীরা।

শিলচরের শিবিরগুলোতে রেশন সামগ্রী সহ ওষুধের অভাব, বললেন গৌরব
Spread the News
error: Content is protected !!