গনিরগ্রামে বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট ও ইয়াসি কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় গনিরগ্রামের গ্লোবাল ইংলিশ স্কুলে এক বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চোখের পরীক্ষা শিবির আয়োজন করা হয়। রবিবার ডাঃ আশিক মঈন এবং অপ্টোমেট্রিস্ট অশিস দেবনাথ মোট ৭৭ জন রোগীর চোখ পরীক্ষা করেন। এরমধ্যে ২১ জন রোগীর ছানি শনাক্ত হয় এবং তাদের চৌধুরী আই হাসপাতালে এক সপ্তাহের মধ্যে বিভিন্ন ধাপে বিনামূল্যে অপারেশন করানো হবে। রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। ক্লাব ভ্যালি ভিউয়ের পক্ষ থেকে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সম্পাদক অনুপ রায়, গাইডিং লায়ন সঞ্জীব রায় এবং উপসভাপতি সায়েদ আহমেদ বড়ভূইয়া উপস্থিত ছিলেন।

ইয়াসি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন মান্না দাস ও ট্রাস্টের পক্ষ থেকে প্রিয়ম চৌধুরী উপস্থিত ছিলেন। সঞ্জীব রায় স্থানীয় বাসিন্দা ও স্কুল কর্তৃপক্ষকে এই শিবির সফল করতে সহায়তার জন্য ধন্যবাদ জানান। এ দিন স্কুল কর্তৃপক্ষে মহম্মদ নাসিম আহমেদ বড়লস্কর, মহম্মদ জাকির হোসেন লস্কর ও নজমুল হোসেন লস্করের সহযোগিতায় ক্লাব ভ্যালি ভিউ-এর পক্ষ থেকে এক বৃক্ষ রোপন কার্যসূচি হাতে নেওয়া হয় ও স্কুল প্রাঙ্গণে দশটি গাছের চারা রোপণ করা হয়।