সনাতনীদের একটি অমূল্য হিন্দু উৎসব হিসেবে গণেশ চতুর্থী : বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : গণেশ চতুর্থী মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে, কারণ ভক্তরা ভগবান গণেশকে সম্মান জানাতে একত্রিত হয়, যাকে ভগবান শিব এবং দেবী পার্বতীর পুত্র বলে বিশ্বাস করা হয়। এই উদযাপনের মূলে রয়েছে একটি আকর্ষণীয় কিংবদন্তি।সমগ্ৰ দেশের সনাতনীদের  সঙ্গে-সঙ্গতি রেখে কনকপুর রোডের সার্বজনীন গণেশ পূজা কমিটির ব্যবস্থাপনায় এই প্রথমবারের মতো গনেশ পূজার সাড়ম্বরে আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায়  অধিবাসের মধ্য দিয়ে গনেশ পূজার সূচনা হয়। বুধবার সারাদিন শ্লোক জপ, ফুল ও মিষ্টি নিবেদন সহ পূজা এবং আরতি সহ দূপূরে উপস্থিত ভক্তৃবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সম্মানিত মূখ্য অতিথি হিসেবে উপস্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন,ছত্রপতি শিবাজি মহারাজের আমলে, মুঘল শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য গণেশ চতুর্থী প্রথম প্রকাশ্যে উদযাপন করা হয়েছিল। এরপর ভারতীয় অর্থনীতিবিদ, জাতীয়তাবাদী এবং স্বাধীনতা সংগ্রামী লোকমান্য বাল গঙ্গাধর তিলক এই উৎসব উদযাপনের ঐতিহ্য পুনরুজ্জীবিত করেন।

সংস্কৃতি সম্পর্কে সচেতনতা তৈরি এবং সকল বর্ণকে ঐক্যবদ্ধ করার ধারণা নিয়ে, তিলক গণেশোৎসব অর্থাৎ গণেশ উৎসবের প্রচার করেছিলেন। এদিন অন্যান্যদের সহযোগিতায় ছিলেন দেবজ্যোতি কর, সম্পাদক শিবম দাস, সহ-সভাপতি নয়ন দাস, কোষাধ্যক্ষ সমজিৎ বণিক, কার্যকরী সদস্য সুমিত পাল, রঞ্জিত বনিক, গৌরব সাহা, মনোজ দাস, রূপ পাল, সম্রাট দেবনাথ, দেবজ্যোতি কর, সৌরভ বণিক, বিশাল বনিক প্রমুখ।

Spread the News
error: Content is protected !!