বিয়ারের ক্যানে গান্ধির ছবি! রাশিয়ান কোম্পানির বিরুদ্ধে ক্ষোভ

১৬ ফেব্রুয়ারি : বিয়ারের ক্যানে মহাত্মা গান্ধির ছবি! এমনই ঘটনা ঘটিয়ে চরম বিতর্কে জড়িয়েছে একটি রাশিয়ান বিয়ার প্রস্তুতকারী কোম্পানি। বিতর্কের সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে যেখানে দেখা যাচ্ছে, একটি বিয়ারের ক্যান এবং সেই ক্যানটিতে রয়েছে জাতির জনক মহাত্মা গান্ধির ছবি। এই ছবিটি দেখে নিজেদের চরম অসন্তোষের কথা জানিয়েছেন বহু মানুষ। এই তালিকায় রয়েছেন ওডিশা-র প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দিনী সাতপাথী-র নাতি সুপর্ন সাতপাথীও। তিনি সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করে লেখেন,“আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি-কে অনুরোধ জানাচ্ছি এই বিষয়টি নিয়ে তাঁর বন্ধু রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার জন্য। রাশিয়ার ওই বিয়ারের কোম্পানিটি তাঁদের বিয়ার বিক্রি করার জন্য গান্ধিজি-র নাম ব্যাবহার করছে।”

তাঁর করা এই পোস্টটি খুব দ্রুত নজর কাড়ে নেটিজেনদের। আর এই ঘটনাটি ঘিরে সমালোচনার বাক্যবাণ চালাতে এতটুকুও কার্পন্য করেননি তাঁরা। একজন লিখেছেন, “এটা একেবারেই মেনে নেওয়া যায়না। গান্ধিজির সঙ্গে অ্যাকোহলের কী সম্পর্ক? অ্যালকোহলের ক্যানে তাঁর নাম এবং ছবি ব্যাবহার করা বন্ধ হোক।” এই ঘটনাটিকে জাতির জনক তথা ভারতীয় নাগরিকদের প্রতি চরম অসন্মানের বলেও মনে করছেন বহু মানুষ।

বিয়ারের ক্যানে গান্ধির ছবি! রাশিয়ান কোম্পানির বিরুদ্ধে ক্ষোভ
বিয়ারের ক্যানে গান্ধির ছবি! রাশিয়ান কোম্পানির বিরুদ্ধে ক্ষোভ

Author

Spread the News