যথাযোগ্য মর্যাদায় পালন গান্ধী জয়ন্তী গান্ধী শান্তি প্রতিষ্ঠানের

শিক্ষক অতনু চৌধুরীকে সংবর্ধনা

যথাযোগ্য মর্যাদায় পালন গান্ধী জয়ন্তী গান্ধী শান্তি প্রতিষ্ঠানের

বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করলো শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠান। বুধবার সকাল আটটায় গান্ধী বাগে পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের সভাপতি শান্তনুকুমার দাস। এরপর প্রেক্ষাগৃহে সভাপতি শান্তনুকুমার দাস সহ উপস্থিত সকলে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং সভাপতি কতৃক প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভসুচনা করা হয়। সর্বধর্ম প্রার্থনা সভায় গীতা পাঠ এবং ভজন সঙ্গীতে যোগ দেন সাধারণ সম্পাদক অশোককুমার দেব, সাংস্কৃতিক সম্পাদিকা বেতার শিল্পী কল্যাণী দাম উপসভাপতি নীলিমা ভট্টাচার্য, শিল্পী সমর দেব, অনিতা বসু, দীপ্তি দে, শিল্পী বাপী রায়।

কোরান পাঠ করেন বাহার আহমেদ চৌধুরী, বাইবেল থেকে পাঠ করেন শুকল্পা দত্ত। সাধারণ সম্পাদক অশোককুমার দেব প্রারম্ভিক বক্তব্য রাখেন তারপর মহাত্মা গান্ধীর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন  সঞ্জীব রায়, নীহাররঞ্জন পাল, অতনু চৌধুরী এবং সভাপতি শান্তনু কুমার দাস প্রমুখ।

যথাযোগ্য মর্যাদায় পালন গান্ধী জয়ন্তী গান্ধী শান্তি প্রতিষ্ঠানের

অনুষ্ঠানে রাজ্য পুরস্কার প্রাপ্ত শিক্ষক অতনু চৌধুরীকে তার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা দেওয়া হয়। অতনু চৌধুরীকে উত্তরীয় পরিয়ে মানপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন দত্ত প্রতিষ্ঠিত সর্বোদয় বিদ্যালয়ের শিক্ষিকারা আচার্য বিনোবা ভাবের রচিত সঙ্গীত পরিবেশন করেন। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের পক্ষ থেকে সদস্য সদস্যারা উপস্থিত থেকে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং উপস্থিত সকলের জন্য জল যোগের ব্যবস্থা করেন। অবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অশোক কুমার দেব। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপালি পুরকায়স্থ, কস্তুরী হোম চৌধুরী, সুমিত দাস, বিপা চক্রবর্তী সহ অনেকেই।

Author

Spread the News