গ্যামণ সেতু : অবৈধ পদ্ধতিতে ওভারলোড লরির পারাপারের অভিযোগ
অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : কাছাড়ের গুরুত্বপূর্ণ গ্যামণ সেতু তার অস্তিত্ব ফিরিয়ে পেতে মাসদিন হয়নি। কিন্তু শুরু হয়ে গেছে অবৈধ পদ্ধতিতে ওভারলোড লরির পারাপার। এমন অভিযোগ ফের উঠেছে।
সেতুর ভার বহনের ক্ষমতা অনুযায়ী প্রশাসনের নির্দেশ মতে ৪০ টনের বেশি যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তাই উপত্যকার সঙ্গে যোগাযোগ যেন ফের বিচ্ছিন্ন না হয় সেজন্য ডিআইজি, এসএসপি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ বারবার টহল দিচ্ছেন। এর ফাঁকে একাংশ তাদের পুরানো পন্থা অবলম্বন করছেন বলে গুরুতর অভিযোগ উঠছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক জানান, অভিযুক্তদের মধ্যে একজন যুবকও রয়েছেন। তিনি কমিশন রেখে বাকি পৌঁছে দেন। এতে শুধু আইন লঙ্ঘন হচ্ছে না, গ্যামণ সেতুর স্থায়িত্বও নিয়েও এক অশনি সংকেত বলে মনে করেন তিনি। প্রশাসনের কাছে দাবি রাখেন, অবিলম্বে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার।