মোল্লাগঞ্জ বাজার থেকে চেরাগী বাজার পর্যন্ত বেহাল, ধরনা
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : অসম-ত্রিপুরা সীমান্তের ৮নং জাতীয় সড়কের বারইগ্রাম এলাকার বেহাল অবস্থায় জন দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে প্রায় প্রতিদিন ছুটো বড় দুর্ঘটনা সংঘটিত হচ্ছে! এতে বিভাগীয় আধিকারিক সহ নীধিরাম সর্দারের ভূমিকা পালন করে থাকায় অবশেষে ধরনায় বসতে বাধ্য হলেন স্থানীয় জনগণ।
বিশেষ করে জাতীয় সড়কের মোল্লাগঞ্জ বাজার থেকে চেরাগী বাজার পর্যন্ত বেহাল অবস্থার প্রতিবাদে রবিবার বারইগ্রামের সচেতন নাগরিকরা একটি ধরনা কার্যসূচির আয়োজন করা হয়। ধরনা কার্যসূচি বারইগ্রামের শম্ভু দাস চৌধুরী সকাল আটটা থেকে আরাম্ভ করলে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে এগিয়ে এসেছিলেন।
মুখ্য ভূমিকা পালন করেন সাংবাদিক শম্ভুদাস চৌধুরী, শিক্ষক তথা সমাজসেবী সুমন্ত দে, সমাজসেবী সুকুমার দাস, বিমান মালাকার, পান্না দাস, জাকারিয়া আহমেদ, ইলাশপুর জিপির সভানেত্রীর প্রতিনিধি আমিরুল হুসেন, সমাজসেবী বদরুল হক সহ আরও অনেকে।
এদিন ধরনা চলাকালীন উপস্থিত হয়ে কথা বলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও রাজ্যসভার সদস্য মিশনরঞ্জন দাস। পরে উভয় নেতাই অতিসত্তর গুরুত্বপূর্ণ সড়কটি মেরামত করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং উপস্থিত সবাইকে আশ্বাস প্রদান করেন অনতিবিলম্বে সড়ক সংস্কার করা হবে বলে।