ফ্রিজ বোঝাই লরি ছিনতাই, আটক চার

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৫ মার্চ : গুয়াহাটি থেকে আগরতলা যাওয়ার পথে বদরপুর পৌঁছলে ছিনতাই করা হয় ফ্রিজ বোঝাই একটি লরি। মঙ্গলবার সাতসকালে বদরপুর পুলিশ ও ভাঙ্গারপার ফাঁড়ির পুলিশের যৌথ অভিযানে চার ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছেন। গাড়িতে লাগানো জিপিএসের সূত্রে আটক করা হয় ওই ছিনতাইকারীদের।

জানা গেছে, ১৯ মার্চ গুয়াহাটি থেকে আগরতলা যাওয়ার পথে বদরপুর এসে হাইজ্যাক করা হয় ফ্রিজ বোঝাই লরি। সেখান থেকে মাছিমপুরে নিয়ে আসা হয়। মাছিমপুরের আবু সাজেদ নামের এক ব্যক্তির ঘরে রাখা হয় প্রায় ৫৫টি ফ্রিজ। এদিকে, গাড়িতে জিপিএস থাকার দরুন বদরপুর পুলিশ মাছিমপুরে অভিযান চালায়। এতে অভিযান চালিয়ে প্রায় ৫৫টি ফ্রিজ উদ্বার করে। ছিনতাইয়ের মূল পাণ্ডা গাড়ি চালক জাবির হুসেন চৌধুরী (আজমল)কে আটক করার পর সব ঘটনা বেরিয়ে আসে। আরও জানা গেছে, আজমল গাড়ি ছিনতাই করার পর, সেই ফ্রিজ গুলো ১ লক্ষ ৮০ হাজার টাকায় ক্রয় করেছিলেন সোনাপুর জিপির প্রথম খণ্ডের বাসিন্দা জাবেদ ইকবাল লস্কর। জাবেদ ফ্রিজ ক্রয় করার পর ওই ফ্রিজ গুলো মাছিমপুরে আবু সাজেদ (সাজেদ) নামের এক ব্যক্তির ঘরে রাখেন। এতে সহযোগিতা করেন, সোনাপুর জিপির রংঘর ১ম খণ্ডের বাসিন্দা আবু সালিম বড়ভূইয়া ওরফে (বিনন)। মঙ্গলবার সকালে বদরপুর পুলিশ ও ভাঙ্গারপার পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করে বদরপুর পুলিশে সোপর্দ করা হয়।

ফ্রিজ বোঝাই লরি ছিনতাই, আটক চার
ফ্রিজ বোঝাই লরি ছিনতাই, আটক চার

Author

Spread the News