ধামালিয়ায় বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ, লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের সহযোগিতায় দক্ষিণ কৃষ্ণপুরের ধামালিয়া এম বেণি মাধব এমই স্কুলে এক বিনামূল্যে ‘ছানি শনাক্তকরণ ও পরীক্ষা শিবির’-এর আয়োজন করে। সোমবার শিবিরটি সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে। লায়ন্স চক্ষু হাসপাতালের অপটোমেট্রিস্টরা মোট ৭৭ জন রোগীর চোখের পরীক্ষা করেন ও অনেক মুল্যবান উপদেশ দেন। যাঁদের ক্যাটার‍্যাক্ট (ছানি) ধরা পড়েছে তাঁদের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে লায়ন্স চক্ষু হাসপাতাল, শিলচরে আগামীতে করা হবে।

ধামালিয়ায় বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির

এছাড়াও আজকের শিবিরে ২৫ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ইয়োথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস (ইয়াসি) অ্যাসেম্বলি কমিটি এই শিবিরকে সফল করতে গুরুত্বপূর্ণ সহায়তা ও সহযোগিতা প্রদান করেছে। ইয়াসির পক্ষে এই শিবিরের ইনচার্জ ছিলেন ‘ তৃপ্তি কর্মকার’। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর পক্ষ থেকে প্রকল্প পরিচালক মিনারা বেগম, পুষ্পাবতি রায়, সাহিন লস্কর ও গাইডিং লায়ন সঞ্জীব রায় প্রমুখ উপস্থিত ছিলেন। ইয়াসির পক্ষে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসি অ্যাসেম্বলি কমিটির আহ্বায়ক নিকুল আলম লস্কর, তরনি কর্মকার, সাজু লস্কর, নরেন সিনহা ও আহাদ বড়ভূইয়া প্রমুখ। সঞ্জিব রায় স্কুলের প্রধান শিক্ষিকা গীতা রক্ষীতকে সক্রিয় সহযোগিতা ও সমন্বয়ের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

ধামালিয়ায় বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির

Author

Spread the News