আপনা ঘরের আশ্রিতদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ইনটাস ফাউন্ডেশনের

আপনা ঘরের আশ্রিতদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ইনটাস ফাউন্ডেশনের

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : শিলচর মেহেরপুরের ‘আপনা ঘরে’ আশ্রিতদের মধ্যে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে ইনটাস ফাউন্ডেশন। মূলতঃ আপনা ঘর হচ্ছে ইনটাস ফাউন্ডেশন দ্বারা পরিচালিত একটি সেন্টার। এখানে দুর দূরান্ত থেকে আসা ক্যান্সার রোগী ও তাদের পরিজনদের সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। বর্তমানে এখানে ২০ জন রোগী ও তাদের পরিজনদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই আপনা ঘরে থাকা রোগী ও তাদের পরিজনদের শুক্রবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানো হয় এবং প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আসাম বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক বিভাগ, সক্ষম ও আলোকা ভিশন।

আপনা ঘরের আশ্রিতদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ইনটাস ফাউন্ডেশনের

এই ব্যাপারে ইন্টাস ফাউন্ডেশনের প্রজেক্ট অ্যাসোসিয়েট মৌমিতা দাস এবং ফাউন্ডেশনের কাউন্সিলর তপোরতী দেবরায় জানান, এই চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় ৩০ জনের চক্ষু পরীক্ষা করা হয় এবং চক্ষু পরীক্ষা করেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ আয়ান ভূঁইয়া।

আপনা ঘরের আশ্রিতদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ইনটাস ফাউন্ডেশনের

Author

Spread the News