হাইলাকান্দি রোটারি ক্লাবে বিনামূল্যে ইএনটি শিবির, ব্যাপক সাড়া
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : হাইলাকান্দি রোটারি ক্লাবের উদ্যোগে ও শিলচর গ্রিন হিলস হাসপাতালের সহযোগিতায় রবিবার হাইলাকান্দি রোটারি ক্লাবে এক বিনামূল্যে
নাক, কান, গলার পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট ইএনটি বিশেষজ্ঞ ডাঃ কৃপাময় নাথ, ডাঃ আরপি বণিক ও ডাঃ দেবরাজ দে উপস্থিত থেকে ৭০ জন রোগীকে প্রাথমিক পরামর্শ দেন।
এছাড়াও মেডিক্যাল কলেজ থেকে এনেস্থিসিয়া বিভাগের বিশেষজ্ঞ ডাঃ রূপঙ্কর নাথ ও উপস্থিত ছিলেন। শিবিরে শিলচর গ্রিন হিলস হাসপাতালের পক্ষে থেকে উপস্থিত থেকে রোটারিয়ান পিনাককান্তি চক্রবর্তী জানান যাদের ওপারেশনের প্রয়োজন হবে তাদের রেহাই মূল্যে ওপারেশন করা হবে। এদিন ডাঃ কৃপাময় নাথ অডিওগ্রাম ও এন্ডোস্কোপি পরীক্ষা করেন।
শিবির পরিচালনায় বিশেষ ভূমিকা পালন করেন পিনাক কান্তি চক্রবর্তী, সমীরণ পাল, প্রীতিকনা পাল, সন্দীপন ধর, ত্রিদিবেশ চক্রবর্তী, ইন্দ্রনীল চক্রবর্তী, বিভাভূষণ চক্রবর্তী, শংকর চৌধুরী সহ রোটারেক্ট ক্লাব সভাপতি সৌরিন দেব, সম্পাদক পার্থ পাল, নারায়ণ পাল, মানসজ্যোতি দেব প্রমুখ। ক্লাব সভাপতি বিজয়িনী ভট্টাচার্য চিকিৎসক দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা এই শিবিরে অংশ গ্রহণ করেন।