পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষ ইনোভার, হত টিএসআর জওয়ান সহ চার

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক জওয়ান সহ চারজনের। বুধবার রাতে ত্রিপুরার চিরাকুটিতে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। একটি দাঁড়িয়ে থাকা পুলিশের জিপে দ্রুতগামী ইনোভা গাড়ির ধাক্কায় চারজনের মৃত্যু ঘটে। এরমধ্যে রয়েছেন এক টিএসআর জওয়ান।

জানা যায়, কৈলাসহরে কুমারঘাটের দিক থেকে চিরাকুটিতে দ্রুত গতিতে আসা একটা ইনোভা গাড়ি পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষ এত ভয়ানক ছিল পুলিশের গাড়ি পাল্টি খেয়ে পড়ে। এবং ইনোভা একটি খালে পড়ে। পুলিশের গাড়িতে থাকা মিলন দেববর্মা নামে টিএসআর জওয়ানের মৃত্যু ঘটে। ইনোভা গাড়িতে টাকা তিনজনের মৃত্যু হয়। তারা হলেন সাজিদ খান, আকতার আলি, অন্যজনের নাম জানা যায়নি। মৃত ৩ জনের বাড়ি কৈলাসহরের ভগবাননগর এলাকায়। আর নিহত টিএসআর জওয়ানের বাড়ি খোয়াই এলাকায়। এ মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Spread the News
error: Content is protected !!