ডিজেলবোঝাই মালগাড়িতে ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলল চারটি ট্যাঙ্কার
১৩ জুলাই : তামিলনাডুতে ডিজেলবোঝাই মালগাড়িতে ভয়াবহ আগুন। রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। দাউ দাউ করে জ্বলতে দেখা গিয়েছে ট্রেনের চারটি ট্যাঙ্কার। তবে কোনও প্রাণহানির খবর মেলেনি।
ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ, প্রশাসন, রেল এবং দমকলের আধিকারিকরা। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ সুপার এ শ্রীনিবাস পেরুমল একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন, ‘আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আর কোনও ঝুঁকি নেই।’
দমকলের প্রধান সীমা আগরওয়ালের বক্তব্য, ‘ট্যাঙ্কারে ডিজেল ছিল। সেকারণে আগুন নিয়ন্ত্রণে আনাটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।’ তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তার তদন্ত চলছে।
৪৫টি ট্যাঙ্কারে ডিজেলবোঝাই ওই মালগাড়িটি রবিবার ভোরে মানালি থেকে তিরুপতি যাচ্ছিল। ভোর ৫টা নাগাদ তিরুভাল্লুর স্টেশনের কাছে একটি ট্যাঙ্কারে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে আরও তিনটি ট্যাঙ্কারে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। দমকল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের।
ঘটনার জেরে চেন্নাই-আরাক্কোনাম ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। ইতিমধ্যে আটটি ট্রেন বাতিল এবং পাঁচটি ট্রেন ঘুরপথে চালানোর ঘোষণা করেছে দক্ষিণ রেলওয়ে। এর ফলে যাত্রীরা দুর্ভোগের পড়েছেন। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে ৷
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।
