ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নথিপত্র হারিয়ে গ্রেফতার চার কর্মী

বরাক তরঙ্গ, ১ মে : ভোট কেন্দ্রে যাওয়ার সময় ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য সামগ্রী থাকা ব্যাগ হারিয়ে ফেলেন চার বুথকর্মী। এমন কাণ্ডের জেরে চারজনকে বরখাস্ত সহ গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলায়। চারজন শিক্ষক বলে জানা যায়। ঘটনাটি ঘটে উমেদনগর-রাজ্যেশ্বরপুর জেলা পরিষদ কেন্দ্রের অন্তর্গত ৩৯ নম্বর ভোট কেন্দ্রে যাওয়ার সময় তাঁরা হারিয়ে ফেলেন সামগ্রী।

শিক্ষকরা হলেন চিরঞ্জীব সিংহ, নাসির উদ্দিন লস্কর, শরিফ উদ্দিন মাঝারভূইযা এবং আহমদ আলি লস্কর। দায়িত্বপ্রাপ্ত এই চারজন শিক্ষক ভোটের একদিন আগে ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিয়ে রওনা হয়েছিলেন। পথে তাঁদের সঙ্গে থাকা ব্যালট পেপার ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ ব্যাগটি হারিয়ে যায় বলে জানা গেছে। এই ঘটনার পর প্রশাসনের তরফে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে চারজনকেই বরখাস্ত করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির তদন্ত শুরু হয়েছে।

ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নথিপত্র হারিয়ে গ্রেফতার চার কর্মী
Spread the News
error: Content is protected !!