ধর্মনগরে আটক চার রোহিঙ্গা ও দুই দালাল

কাজের সন্ধানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : ত্রিপুরা রাজ্যের ভারত-বাংলা সীমান্তের বিভিন্ন সীমান্ত এলাকায় দিয়ে অবৈধভাবে বিদেশি নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। বলতে গেলে বিদেশি নাগরিকদের ভারতে অবৈধ অনুপ্রবেশ কোনওভাবেই রোধ করা যাচ্ছে না। সম্প্রতি উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে চাঞ্চল্য ছড়িয়েছে চার রোহিঙ্গা ও দুই দালাল গ্রেফতারের ঘটনায়। জানা গেছে, গত শুক্রবার দুপুর আনুমানিক পৌনে তিনটে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ-এর জি ব্রাঞ্চের জওয়ানরা ধর্মনগরের রাজবাড়ি এলাকার আইএসবিটি (ইন্টার স্টেট বাস টার্মিনাস) থেকে চার রোহিঙ্গা ও দুই ভারতীয় দালালকে আটক করে। ধৃত রোহিঙ্গাদের পরিচয় জানা গেছে জাহির আলম (৩২), মমতাজুল হক (৩৫), মিনারা বেগম (১৮) এবং একজন পনেরো বছরের নাবালিকা। তারা মূলত মায়ানমারের বাসিন্দা হলেও, দীর্ঘদিন ধরে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়ে ছিল। অপরদিকে, আটক দুই ভারতীয় দালাল হলেন আব্দুল মনির (৪৫), বাড়ি ঊনকোটি জেলার কৈলাসহরের যুবরাজনগরে, এবং কামরুল হোসেন (৩০), বাড়ি কৈলাসহরের টিলাবাজার এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এক রোহিঙ্গা যুবক জানায়, তারা মাথাপিছু ২৫ হাজার টাকা দিয়ে ওই দুই দালালের মাধ্যমে কৈলাসহর সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর ধর্মনগর আইএসবিটি হয়ে বদরপুরের পথ ধরে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। মূলত কাজের সন্ধানেই তাদের এই ভারতে আসা।

ধর্মনগরে আটক চার রোহিঙ্গা ও দুই দালাল

বিএসএফ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ থেকে কয়েকজন অনুপ্রবেশের চেষ্টা করেছে বলে খবর ছিল। সেই সূত্র ধরেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বর্তমানে ধৃতদের কৈলাসহরে নিয়ে গিয়ে বিএসএফ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তদন্ত চলছে তাদের ভারতে প্রবেশের পিছনে শুধুই কাজের সন্ধান, নাকি অন্য কোনো চক্রান্ত লুকিয়ে আছে, তা খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Author

Spread the News