মা-ভাইকে দায়ী করে আত্মঘাতী একই পরিবারের চারজন, উদ্ধার সুইসাইড নোট

৩ জুলাই : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে আত্মঘাতী হলেন একই পরিবারের চারজন! ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমেড় এলাকায়। পুলিশ জানিয়েছে, বুধবার বাড়ি লাগোয়া একটি জলাশয় থেকে শিবলাল মেঘওয়াল (৩৫), তাঁর স্ত্রী কবিতা (৩২), তাঁদের দুই সন্তান বজরং (৯) এবং রামদেব (৮)- এর দেহ উদ্ধার হয়।

মৃত্যুর আগে মঙ্গলবার সন্ধ্যায় ছোট ছেলে রামদেবকে সুন্দর করে সাজিয়েছিলেন কবিতা। সেই সময়ের একটি ছবি পুলিশের হাতে আসে। ছবিতে দেখা যায়, রামদেবকে মাথায় ওড়না, দু’চোখে কাজল পরিয়েছেন তাঁর মা। নিজের সমস্ত গয়না পরিয়েছেন ছেলেকে।

এরপর মঙ্গলবার রাতেই চারজন মিলে ওই জলাশয়ে ঝাঁপ দেন বলে মনে করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, যে সুইসাইড নোটটি উদ্ধার হয়েছে, সেটি শিবলালের হাতে লেখা। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, একটি আলাদা বাড়ি নির্মাণ করতে চেয়েছিলেন শিবলাল। কিন্তু তাতে তাঁর মা ও ছোট ভাইয়ের আপত্তি ছিল। উদ্ধার হওয়া নোটে মৃত্যুর জন্য যে তিনজনকে দায়ী করা হয়েছে তার মধ্যে শিবলালের মা ও ছোট ভাইয়ের নাম রয়েছে। যদিও এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। সুইসাইড নোটটি পরীক্ষা করে দেখা হচ্ছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ (Police)।

Spread the News
error: Content is protected !!