রেজামন্দ সহ অসমের চারজন অংশ নিচ্ছেন কিষাণ কাউন্সিলের সভায়

বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কিষাণ কাউন্সিলের তিনদিন ব্যাপী সভা অনুষ্ঠিত হচ্ছে তেলেংগানায়। আগামী ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর তিনদিন ব্যাপী সভা অনুষ্ঠিত হবে সেরাজ্যের কারলুরে। এ সভায় অসম থেকে নির্বাচিত কাউন্সিলের চার সদস্য যোগ দিচ্ছেন। এরমধ্যে রয়েছেন বরাকের একজন তাঁরা ১৪ ডিসেম্বর গুয়াহাটি থেকে রওয়ানা দিচ্ছেন। চার সদস্য হলেন টিকেন দাস, গজেন বর্মন, রেজামন্দ আলি বড়ভূইয়া ও করুণা কলিতা। কৃষি ব্যবস্থাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার কেন্দ্রের বিজেপি সরকারের অবস্থান ও কৃষক এবং শ্রমিক বিরোধী গ্ৰহণ করা নীতি সম্পর্কে আলোচনার পাশাপাশি কৃষক নেতাদের দেওয়া কেন্দ্রীয় সরকারের চুক্তি ভঙ্গের, কৃষকের ফসলের সহায়ক মূল্য নির্ধারণ করা ও কৃষকের বহুমূখী সমস্যাদি নিয়ে আলোচনা করে দেশব্যাপী শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলার কর্মসূচি গ্ৰহণ করা হবে।

তাছাড়া সাংগঠনিক বিষয় নিয়ে ও আলোচনা হবে। অসমের সদস্যরা রাজ্যের কৃষকের দুরাবস্থা সহ বন্যা, খরা, নদীর ভাঙন, জমির পাট্টা, কৃষক উচ্ছেদ, কর্পোরেটদের কাছে পাম চাষের বরাত, ধান চাষে কৃষকের অনীহা, বসুন্ধরা প্রকল্পের মাধ্যমে কৃষকদের জমিহারা করা, বায়োমেট্রিকের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে সরকারি সুযোগ, সুবিধা থেকে বঞ্চিত করা, দুর্নীতি ও রাজ্যের বিজেপি সরকারের ঘৃণা, বিদ্বেষ ছড়িয়ে ভাষা ও ধর্মের নামে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি ইত্যাদি বিষয় এ সভায় উপস্থাপন করবেন বলে রেজামন্দ আলি বড়ভূইয়া জানিয়েছেন।

Author

Spread the News