এআইডিএসও সহ চার সংগঠনের নেতাজির প্রতি শ্রদ্ধা
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : স্বাধীনতা আন্দোলনের আপসহীন বিপ্লবী ধারার সৰ্বশ্ৰেষ্ঠ প্ৰতিনিধি নেতাজী সুভাষচন্দ্ৰ বসুর ১২৯ তম জন্ম দিবস আজ এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস, কিশোর কিশোরী সংগঠন কমসোমলের এর কাছাড় জেলা কমিটির উদ্যোগে যথাযোগ্য মৰ্যাদায় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮ টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে নেতাজি চর্চা সমিতির উদ্যোগে আয়োজিত শোভাযাত্ৰায় প্রতিটি সংগঠনের সদস্যরা অংশ গ্রহণ করে। এছাড়াও কমসোমলের সদস্যরা মার্চ ফাষ্ট করে শিলচরের গান্ধীভাগস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে গার্ড অনার প্রদর্শন করে শ্ৰদ্ধাঞ্জলি জানায়।

এছাড়াও নেতাজি মূর্তিতে নেতাজি চর্চা সমিতির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জানান সম্পাদক জনাব সুব্রত চন্দ্র নাথ, সহ- সভাপতি দীপঙ্কর চন্দ, সহ- সভাপতি সিহাব উদ্দিন আহমেদ, এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষে জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, এআইডিএসও’র পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জানান স্বাগতা ভট্টাচার্য, এআইডিওয়াইও’র পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জানান শিবু বৈষ্ণব। সংগঠনগুলির উদ্যোগে ধোয়ারবন্দ, আশ্রম রোড, দুধপাতিল, কনকপুর, তারাপুর, স্বামীজী রোড ইত্যাদি স্থানেও নেতাজির প্রতিকৃতি স্থাপন করে শ্ৰদ্ধাঞ্জলি জানানো হয়।

