রানিঘাটে দুর্ঘটনায় মৃতরা কালাইনের বাসিন্দা, একই পরিবারের চারজন

আপডেট…
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : বড়খলা রানিঘাটে ভয়ঙ্কর দুর্ঘটনায় একই পরিবারের চারজন প্রাণ হারালেন। মৃতরা হলেন জাকির উদ্দিন বয়স (৫৪), তাঁর স্ত্রী রেজিয়া বেগম (৪৬), ছেলে দিলোয়ার হোসেন (২৮) ও মেয়ে রেহানা বেগম (২৪)। মৃত আরেক ব্যক্তি হলেন প্রতিবেশী তাহির উদ্দিন। আহত অটো চালকের নাম জানা যায়নি। মৃতরা কালাইন এলাকার ভৈরবপুর (হাতিরগড়) গ্রামের বাসিন্দা।

সোমবার সোমবার বেলা ১১-৩০টা নাগাদ বলেরো পিকআপ ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটে তাঁদের। তাঁরা অটো নিয়ে শিলচর আসার পথে রানিঘাট সেতু লগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন।

রানিঘাটে দুর্ঘটনায় মৃতরা কালাইনের বাসিন্দা, একই পরিবারের চারজন

সংঘর্ষ এত ভয়ঙ্কর ছিল যে অটোটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পৌঁছেন পুলিশ সুপার নুমুল মাহাতো। উত্তেজিত জনতা এসপির কাছে বেশ কিছু অভিযোগ তুলে ধরেন।

Spread the News
error: Content is protected !!