ঢাকার শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করিমগঞ্জের চার সাংবাদিকের

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অর্থাৎ সালাম, বরকত, রফিক, জব্বারদের রক্তেরাঙ্গা সেই ভূমিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করিমগঞ্জের চার সাংবাদিকের। ঢাকার শহিদ মিনারে সশরীরে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করলেন করিমগঞ্জের ওই চার সাংবাদিক। মঙ্গলবার সকালে প্রেস ক্লাব করিমগঞ্জের সাধারণ সম্পাদক অরূপ রায়ের নেতৃত্বে তিন সাংবাদিক যথাক্রমে ক্লাবের সহসভাপতি এস এম জাহির আব্বাস, সুদীপ দাস ও আজহার উদ্দিন পুষ্পস্তবক নিয়ে শহিদ মিনারে হাজির হন। হাজার হাজার ভাষা প্রেমিদের সঙ্গে করিমগঞ্জের চার সাংবাদিক শহিদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শহিদদের শ্রদ্ধা জানান।

সাধারণ সম্পাদক অরূপ রায় বরাক তরঙ্গ কে ফোনে জানান, এ দিন সকালে তাঁরা কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হয়ে দিনটি পালন করেছেন।  তিনি বলেন, আজকের এই মহান দিন যেন বিশ্বের সকল মানুষের মাতৃভাষা রক্ষা আন্দোলনের অনুপ্রেরণা হোক। বর্তমানে তাঁরা ঢাকা প্রেসক্লাবের এক অনুষ্ঠানে অংশ নেন।

ঢাকার শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করিমগঞ্জের চার সাংবাদিকের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানাচ্ছেন।

উল্লেখ্য, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হলো আজ। ১৯৫২ সালের এই দিনে ১৪৪ ধারা ভেঙে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন। তাদের সাহসিকতা ও বুকের তাজা রক্তের বিনিময়ে ওই দিন মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছিল বাঙালি জাতি। গোটা দেশবাসী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মর্যাদা সহকারে পালন করছেন। পাশাপাশি বিশ্বজুড়ে পালন হচ্ছে এই দিনটি।

Author

Spread the News