রঙ্গিয়া হত্যাকাণ্ড : পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার যুব মোর্চার সভাপতি সহ চার

বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : রঙ্গিয়ার ধর্মেন্দ্র নাথের হত্যাকাণ্ডে চারজনকে গ্রেফতার করল পুলিশ। পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা যুব মোর্চার রঙ্গিয়া টাউন মণ্ডলের সভাপতি অনুস্ময় কলিতা সহ তিনজনকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। বাকি ধৃতরা হলেন মণি কাকতি, বিকি লহকর এবং নীতু কলিতা। অন্যদিকে, অভিযুক্তদের রক্ষা ও পালানোর সুবিধা করে দেওয়ায় বিহালির পঙ্কজ শর্মা ও সঞ্জয় সরকারকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্য বিজেপি সভাপতি ভাবেশ কলিতার গৃহ কেন্দ্র এলাকায় বিজেপি নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠার পরেও বিজেপি নীরবতা বজায় রেখেছে। খুনের অভিযোগে গ্রেফতার হওয়ার পরেও ভারতীয় জনতা যুব মোর্চার রঙ্গিয়া টাউন মণ্ডলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়নি অনুমায়া কলিতাকে। এছাড়াও, সমাজ কল্যাণ বিভাগের কমলপুর-রঙ্গিয়া ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের অফিসে কর্মরত বিজেপি নেতা মণি কাকতির ক্ষেত্রে কোনও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষোভ দেখা দেয়।

রঙ্গিয়া হত্যাকাণ্ড : পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার যুব মোর্চার সভাপতি সহ চার

উল্লেখ্য, বনভোজনে মারপিটের পর নিখোঁজ রঙ্গিয়ার যুবক ধর্মেন্দ্র নাথের মৃতদেহ উদ্ধার হল। সোমবার পাঁচদিন পর পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় ধর্মেন্দ্রর লাশ উদ্ধার করা হয়। উত্তেজনা সৃষ্টি হয়। রাজ্য নাড়িয়ে দেওয়া ধর্মেন্দ্র নাথের ঘটনায় অবহেলার দায়ে রঙ্গিয়া থানার অফিসার ইনচার্জ অজয় বর্মণকে বদলি করা হয়েছে।

Spread the News
error: Content is protected !!