লক্ষীপুরে চারে চার বিজেপি, কপোকাত কংগ্রেস

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১১ মে : পঞ্চায়েত নির্বাচনে একেবারে কংগ্রেস শূন্য লক্ষীপুর। নির্বাচনের আগে চারটি জেলা পরিষদের মধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় দু’টি আসনে বিজয় হাসিল করার পর বাকি দু’টিও বিজেপির খাতায় চলে গেল। অর্থাৎ চারে চার বিজেপি। পালোরবন্দ-দেওয়ান এবং বিন্নাকান্দি-ভুবনহিল জেলা পরিষদের বিজেপি প্রার্থী যথাক্রমে দেবজ্যোতি বাউরী ও কিষান রিকিয়াসন বিপুল ভোটে জয়ী হন। দেবজ্যোতি বাউরী পেয়েছেন ১৯৯৮৭ ভোট এবং কংগ্রেস প্রার্থী মনোজ গোয়ালার ঝুলিতে পড়ে ৪০৬০টি ভোট। কিষান রিকিয়াসনের প্রাপ্তভোট ২০৬১৮। কংগ্রেস প্রার্থী রাহুল পাণ্ডে পান ৪৬৫৬টি ভোট।

এ দিকে, ৩১টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মধ্যে ১৯টি বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেন বিজেপি প্রার্থীরা। লক্ষীপুরে মোট ১২টি জিপি-র আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০টি জিপিতে শাসক দলের প্রার্থী নির্বাচিত হলেও দু’টি জিপিতে কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এরা হলেন লালপানি জিপির কংগ্রেসের এপি সদস্য প্রার্থী খাদেজা বেগম বড়ভূইয়া। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দী প্রার্থী অগপ-র রুবিনা ওয়াহিদ লস্করকে ২৭৪ ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। ত্রিমুখী লড়াইয়ে তিনি পেয়েছেন ১৫৭৬ ভোট। অগপ প্রার্থী রুবিনা ওয়াহিদ লস্কর পেয়েছেন ১৩০২ ভোট এবং নির্দল প্রার্থী আবিদা খানম পেয়েছেন ৭৮৮ ভোট। বাতিল হয়েছে ৩৬৪ টি ভোট। দিঘলী- লক্ষীছড়া জিপি-র কংগ্রেসের এপি সদস্য প্রার্থী রসিদা বেগম বড়ভুঁইয়া তার প্রতিদ্বন্দী প্রার্থী বিজেপি-র রোজলিন মারকে ৩৫১ ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৪৪৪ ভোট এবং রোজলিন মার পেয়েছেন ১০৯৩ ভোট। কনকপুর-দলইছড়া জিপি-র কংগ্রেসের এপি সদস্য প্রার্থী আসাদুর রহমান মজুমদার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ৩০ ভোটে বিজেপি প্রার্থী পরিমল দেবনাথের কাছে পরাজয় বরণ করেছেন।

লক্ষীপুরে চারে চার বিজেপি, কপোকাত কংগ্রেস

এদিকে, ৩১টি জিপি-র ৩১০টি গ্রুপ সদস্য পদের মধ্যে ১৫০ টি পদছ বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছেন জিপি সদস্যরা। ফুলেরতল মারকুলিন জিপির ৮ নম্বর গ্রুপে কোন মনোনয়ন জমা পড়েনি। নির্বাচন হয় ১৫৯ জন গ্রুপ সদস্য পদের। উল্লেখ্য গ্রুপ সদস্য হিসেবে সকল প্রার্থীই নির্দল হিসেবে নির্বাচনে লড়েছেন। তবে তাদের বেশীর ভাগই বিজেপি সমর্থক বলে চর্চা রয়েছে।

লক্ষীপুরে চারে চার বিজেপি, কপোকাত কংগ্রেস

উল্লেখ্য, গ্রুপ সদস্য প্রার্থীদের মধ্যে দিলখুশ জিপি-র প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা চান্দা রিকিয়াসন বিজয়ী হয়েছেন। বিন্নাকান্দি-লক্ষীপুর জিপি-র প্রাক্তন জিপি সভাপতি কান্ত সিংহের পুত্রবধু রমিলা দেবী ১০ নং ওয়ার্ড থেকে বিজয়ী ঘোষিত হয়েছেন।

Spread the News
error: Content is protected !!