বিজয় মিছিল থেকে বিস্ফোরণে নিহত শিশু, গ্রেফতার চার

২৪ জুন : নদিয়ার কালীগঞ্জের পলাশির মুলানদী গ্রামে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে কৃষ্ণনগর পুলিশ। সমাজমাধ্যমে একটি পোস্ট করে পুলিশ জানিয়েছে, তদন্ত চলবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। ধৃতদের মঙ্গলবারই আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সোমবার চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আনওয়ার শেখ। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

সোমবার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজয় উল্লাসে মেতে ওঠে একদল মানুষ। রাস্তায় দাঁড়িয়ে ছিলেন স্থানীয় বহু বাসিন্দা। সেই সময় আচমকা ছোঁড়া হয় বোমা। তারই আঘাতে গুরুতর আহত হয় তামান্না খাতুন এবং আরও একজন। আহতদের নিয়ে যাওয়া হয় কালীগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু চিকিৎসকরা তামান্নাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, তামান্না কোনও রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত ছিল না। সে ছিল একজন স্কুলছাত্রী। অথচ রাজনৈতিক হিংসার বলি হতে হল এক নিষ্পাপ শিশুকে। সিপিএমের দাবি ছিল নিহত নাবালিকার মা-বাবা তাদের সদস্য। তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপিও।

সোমবার বিকেলেই সমাজমাধ্যমে পোস্ট করে এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। এরপর থেকেই এলাকায় মোতায়েন করা ছিল বিশাল পুলিশ বাহিনী। সোমবার রাতেই মূল চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
খবর : আজকাল ডট ইন।

বিজয় মিছিল থেকে বিস্ফোরণে নিহত শিশু, গ্রেফতার চার
Spread the News
error: Content is protected !!