শিলচরে মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : যথাযোগ্য মর্যাদায় সর্ব ভারতীয় মহিলা কংগ্রেস কমিটির ৪০তম প্রতিষ্ঠা দিবস পালন করল শিলচর জেলা মহিলা কংগ্রেস কমিটি। রবিবার সকাল ৯ টায় পতাকা উত্তোলন ও প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে কর্মসূচীর সূচনা করেন জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়। এরপর বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিষয় ছিল “ভারতীয় রাজনীতিতে মহিলারা”। এতে বক্তব্য রাখেন অসম প্রদেশ মহিলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নবিনা ইয়াসমিন মজুমদার, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় ও যোশদা সিনহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির প্রবক্তা সঞ্জীব রায়, জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল, উপ সভাপতি সীমান্ত ভট্টাচার্য, যোশদা সিনহা, মঞ্জু রুহিদাস, বিধুরানি সিংহ, মৈরাংলেই সিংহ, সুরতুন বেগম, মিলিরানি দাস, দিপ্তি দাস, আবেদা বেগম, নুর আখতার, ফাতিমা মামুন, রুবিনা বেগম, সরস্বতী সিংহ প্রমুখ।

এ দিন সর্ব ভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী আল্কা লাম্বাজি মহিলা কংগ্রেসের ওয়েবসাইট উন্মোচন করেন এবং দেশজুড়ে অনলাইন মেম্বারশিপ এর সূচনা করা হয় কিন্তু সমগ্র অসমে আজ নেট পরিসেবা বন্ধ থাকায় অফলাইন ব্যবস্থা গ্রহণ করা হয়।

শিলচরে মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন
শিলচরে মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন

Author

Spread the News